ঢাকা, ২২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবকাশকালীন বেঞ্চে শুনানির জন্য বিচারপতি ফারাহ মাহবুবকে মনোনীত করেছেন প্রধান বিচারপতি।
সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধান বিচারপতি কোর্টের চলমান অবকাশকালে ২১ সেপ্টেম্বর হতে ১৬ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য ভেকেশন জজ হিসেবে বিচারপতি ফারাহ মাহবুবকে মনোনিত করেছেন।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল মরহুম মো. সালাউদ্দিন আহমেদের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে গতকাল ২১ সেপ্টেম্বর আপিল বিভাগের অবকাশকালীন কোর্টের শুনানি কার্যক্রম বন্ধ থাকায় বিচারপতি ফারাহ মাহবুব গতকাল ২১ সেপ্টেম্বর রোববারের পরিবর্তে আজ ২২ সেপ্টেম্বর আপিল বিভাগের ২ নম্বর চেম্বার কোর্টে মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তি করেছেন।