চট্টগ্রামে মাদক মামলায় যুবকের কারাদণ্ড

বাসস
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ১৮:৫৭

চট্টগ্রাম আদালত, ২৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম কর্ণফুলী থানায় করা মাদক মামলায় আনোয়ার হোসেন (৩২) নামে এক যুবককে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
একইসঙ্গে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

আজ রোববার চট্টগ্রাম অতিরিক্ত মহানগর ৪র্থ জজ আদালতের বিচারক বেগম সিরাজম মুনিরা রায় প্রদান করেন। আদালতের অতিরিক্ত পিপি মো. রফিকুল ইহলাম তথ্য নিশ্চিত করেছেন।

সাজাপ্রাপ্ত আনোয়ার হোসেন সাতকানিয়া থানার দক্ষিণ রূপকানিয়া মহাজ্জামুহুরী গ্রামের কবির আহমদের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, কর্ণফুলী থানাধীন ফসিল সিএনজি ফিলিং স্টেশনের সামনে পিএবি সড়কে ২০১৮ সালে ১১ ডিসেম্বর রাতে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আনোয়ার হোসেনকে আটক করা হয়। এই সময়ে তার কাছ থেকে ৬৮০ পিস ইয়াবা জব্দ করা হয়। এই ঘটনায় কর্ণফুলী থানার সাব-ইন্সপেক্টর মো. আলমগীর মাদক নিয়ন্ত্রণে মামলা করেন।

আদালতের বেঞ্চ সহকারী মো. ওমর ফুয়াদ জানান, আসামি জামিন নিয়ে পলাতক। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অপ ও অসত্য তথ্য প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণে সভা অনুষ্ঠিত
শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায়ে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের স্বস্তি প্রকাশ
শেখ হাসিনার ফাঁসির রায়ে কচুয়ায় আনন্দ মিছিল
ট্রাইব্যুনালের রায়ের প্রতিক্রিয়ায় বিএনপি : ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে
জাতীয় নিরাপত্তার স্বার্থে দণ্ডিত আসামির বক্তব্য প্রচার না করার অনুরোধ জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সির
মোহাম্মদপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ১৫ জন গ্রেফতার
আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৫ নেতাকর্মী গ্রেফতার
জলবায়ুজনিত ক্ষতিপূরণ তহবিল ঝুঁকিপূর্ণ মানুষের কাছে পৌঁছাতে হবে : ফরিদা আখতার
২১ নভেম্বর ঢাকা সেনানিবাসে যান চলাচল সীমিত থাকবে
বরগুনার সাবেক এমপি মতিয়ার রহমান আর নেই
১০