মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে প্রস্তাবিত বাজেট ৪৭ হাজার ৫৬৩ কোটি টাকা 

বাসস
প্রকাশ: ০২ জুন ২০২৫, ২০:১৬

ঢাকা, ২ জুন, ২০২৫ (বাসস) : আগামী ২০২৫-২৬ অর্থবছরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে প্রস্তাবিত বাজেটে ৪৭ হাজার ৫৬৩ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে এ খাতে বরাদ্দ ছিল ৪৪ হাজার ১০৯ কোটি টাকা।

আজ সোমবার (২ জুন) বিকাল ৩টায় জাতীয় অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেন।

সংশোধিত বাজেটে ৩৯ হাজার ২৩৪ কোটি টাকা বরাদ্দ হয়েছিল। ২০২৪-২৫ অর্থবছরে এ খাতে বরাদ্দ প্রস্তাব ছিল ৪৪ হাজার ১০৯ কোটি টাকা।

বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা বলেন, ‘মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বিদ্যমান পাঠ্যপুস্তক ইতোমধ্যে সংশোধন ও পরিমার্জন করে সরবরাহ করা হয়েছে।’

তিনি বলেন, উচ্চশিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী,আধুনিক ও বিশ্বমানে উন্নীতকরণের লক্ষ্যে সব বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে আন্তর্জাতিক মানের আউটকাম বেসড এডুকেশন (ওবিই) পদ্ধতিতে কারিকুলাম হালনাগাদ করা হয়েছে।’ 

অর্থ উপদেষ্টা বলেন, ‘মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতায় ৬২টি প্রকল্পের মাধ্যমে ১ হাজার ৯৫৭ কোটি টাকা ব্যয়ে অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রয়োজনীয় ভবনসহ আইসিটি অবকাঠামো নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে - যা আইসিটি  শিক্ষার্থীদের জন্য আধুনিক শ্রেণিকক্ষ, গবেষণাগার ও স্টার্টআপ ইনবিউকেশন সেন্টার হিসেবে ব্যবহৃত হবে।’

ড. সালেহ উদ্দিন আরো বলেন, এর পাশাপাশি সরকার চলতি অর্থবছরে মাধ্যমিক পর্যায়ে ৫১ লাখ, উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৮ লাখ ও স্নাতক পর্যায়ে ১ লাখ ৬৫ হাজার অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদানের ব্যবস্থা করেছে। 

তিনি বলেন, এছাড়াও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সংশোধিত পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের মাঝে সরবরাহের লক্ষে ১ হাজার ৬২৬ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করেছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার
চীনের কাছে লেবাননের হারে প্রথমবারের মত মূল পর্বে বাংলাদেশ
ফিটনেস পরীক্ষায় একমাত্র ‘এলিট’ নাহিদ রানা
গণতন্ত্রের জন্য প্রাণ উৎসর্গকারী সবাই জাতীয় বীর: সালাহউদ্দিন আহমদ
পলাতক ৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার
ডেভিডের ব্যাটিং নৈপুণ্যে জয় দিয়ে সিরিজ শুরু অস্ট্রেলিয়ার
ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২৬৯ রান
বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা শুরু করেছে ঐকমত্য কমিশন
এ জে মোহাম্মদ আলীর অবদান ইতিহাসের পাতায় লেখা থাকবে : প্রধান বিচারপতি
সারা দেশে পরিবেশ অধিদপ্তরের অভিযান: কারাদণ্ড, জরিমানা আদায় ও জব্দ
১০