প্রস্তাবিত বাজেট মূল্যস্ফীতি মোকাবিলা ও জীবনমান উন্নয়নে সহায়ক : রংপুর চেম্বার

বাসস
প্রকাশ: ০৩ জুন ২০২৫, ১২:৩৭ আপডেট: : ০৩ জুন ২০২৫, ১৫:৪০
ছবি: বাসস

রংপুর, ৩ জুন, ২০২৫ (বাসস) : রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (আরপিসিসিআই) এর সভাপতি মো. আকবর আলী বলেছেন, ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত জাতীয় বাজেট দেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং জনগণের সামগ্রিক জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

গতকাল ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপনের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের বাজেট প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন, এতে বেশ কয়েকটি সময়োপযোগী ও প্রয়োজনীয় উদ্যোগ অন্তর্ভুক্ত হয়েছে।

তিনি বলেন, প্রস্তাবিত বাজেট অপ্রয়োজনীয় পণ্য আমদানি হ্রাস, সরকারি ব্যয় সংকোচন এবং বাজার ও পণ্যের সরবরাহ ব্যবস্থার উন্নয়নে সহায়তা করবে।

স্থানীয় শিল্প রক্ষায় নেওয়া পদক্ষেপ এবং এলএনজি, অপরিশোধিত তেল, ওষুধ তৈরির কাঁচামাল ও চিকিৎসা সরঞ্জামের ওপর আমদানি শুল্ক হ্রাসের উদ্যোগকে তিনি প্রশংসনীয় বলে উল্লেখ করেন।

সামাজিক নিরাপত্তা ভাতার বরাদ্দ বৃদ্ধির প্রস্তাব প্রসঙ্গে তিনি বলেন, এটি বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, অসুস্থ ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিশেষ উপকার বয়ে আনবে এবং সামগ্রিকভাবে অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়তা করবে।

তবে তিনি সতর্ক করেন, এসি, ফ্রিজ, মোবাইল ফোন, মোটরসাইকেলসহ বিভিন্ন গৃহস্থালি ইলেকট্রনিকস পণ্যের দাম বাড়তে পারে যা নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে।

তামাক করনীতি প্রসঙ্গে তিনি বলেন, শুধুমাত্র কর বৃদ্ধি না করে নকল ও অবৈধভাবে বিক্রি হওয়া ব্যান্ডরোলবিহীন সিগারেট প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ জরুরি। নইলে এই নীতির উল্টো প্রভাব পড়তে পারে।

তিনি বলেন, শুধুমাত্র কর বাড়িয়ে নয়, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের ওপর জোর দিয়ে আকবর আলী বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতির ধারা অব্যাহত রাখতে এটি অত্যন্ত জরুরি। এছাড়া তিনি বেসরকারি বিনিয়োগ বৃদ্ধির জন্য বিদ্যমান সামষ্টিক অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো সমাধানের আহ্বান জানান।

ক্ষুদ্র ও কুটির শিল্পের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এই খাতকে শক্তিশালী না করে টেকসই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়।

তিনি ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তায় সংশোধিত বাজেটে বিশেষ তহবিল বরাদ্দের দাবি জানান, যা গ্রামীণ পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক হবে।

আকবর আলী রংপুর অঞ্চলের মেগা প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নে সংশোধিত বাজেটে বিশেষ বরাদ্দের আহ্বান জানান।

তিনি সুপারিশ তুলে ধরে বলেন, প্রস্তাবিত বাজেটে অর্থের সুষম বণ্টন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধারের কৌশল অন্তর্ভুক্ত করা উচিত। যাতে আর্থিক প্রবৃদ্ধি ও দারিদ্র্য বিমোচনে কার্যকর ফল পাওয়া যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
এভারকেয়ারে বেগম খালেদা জিয়া ও হাদির খোঁজ নিলেন মির্জা ফখরুল
ওসমান হাদিকে এভায়কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে
ওসমান হাদির ওপর গুলিবর্ষণের প্রতিবাদে সাভারে বিক্ষোভ সমাবেশ
দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে স্বদেশে পা রাখবেন তারেক রহমান
বাগেরহাটে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গন দোয়া-মোনাজাত অনুষ্ঠিত
দক্ষিণ এশিয়ায় যুব জলবায়ু নেতৃত্বের বলিয়াপাড়া অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি সোহানুর রহমান
ইউএনইএ-৭ এ বিজ্ঞানভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের ওপর জোর বাংলাদেশের
এই হামলা বাংলাদেশের অস্তিত্বের ওপর আঘাত : প্রধান উপদেষ্টা
বর্তমান সরকার সকল ধর্মীয় সম্প্রদায়ের প্রতি সমান শ্রদ্ধাশীল : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক কৃষি সম্মেলন
১০