শিরোনাম
ঢাকা , ৫ নভেম্বর, ২০২৩ (বাসস) : বিএনপি-জামাতের নৈরাজ্য ও নির্বাচন বানচালের চক্রান্ত-ষড়যন্ত্রের প্রতিবাদে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বঙ্গবন্ধু এভিনিউস্থ জাসদ কার্যালয়ের সামনে আজ এই সমাবেশ অনুষ্ঠিত হয়। জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লার সভাপতিত্বে ও দফতর সম্পাদক সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য রাখেন জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান, রোকনুজ্জামান রোকন, নইমুল আহসান জুয়েল, মোহাম্মদ মোহসীন, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ এর সভাপতি সাইফুজ্জামান বাদশা, জাসদের তথ্য গবেষণা সম্পাদক জুলফিকার মান্নান জামী প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, এটা পরিস্কার যে সন্ত্রাসী বিএনপি-জামাতের ধ্বংসাত্মক অবরোধ-জ্বালাও-পোড়াও কর্মসূচির আসল উদ্দেশ্যই হচ্ছে নির্বাচন বানচাল করা। নির্বাচন বানচালের চ্যালেঞ্জ গ্রহণ করে সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠান করাই এখন জাতীয় রাজনৈতিক কর্তব্য। নেতৃবৃন্দ বলেন, সামরিক সরকার, অসাংবিধানিক সরকার দেশের ক্ষতি করা ছাড়া ভালো কিছু করতে পারেনা, তা অতীতে বারবার প্রমাণিত হয়েছে। সুতরাং সংবিধান অনুযায়ী যথাসময়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের কোনো বিকল্প নাই।
তারা বলেন, যারা নির্বাচন বাঁধাগ্রস্থ করার অসাংবিধানিক অগণতান্ত্রিক রাজনীতি করবে তাদের রাজনৈতিকভাবে মোকাবেলা করে সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠান করতে নির্বাচন কমিশন ও সরকারকে সাহায্য করা দেশের সকল গণতান্ত্রিক দেশপ্রেমিক শক্তির জাতীয় কর্তব্য। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বঙ্গবন্ধু এভিনিউ, পল্টন, তোপখানা রোডসহ রাজধানীর বিভিন্ন রাজপথ প্রদক্ষিণ করে।