বাসস
  ০৫ নভেম্বর ২০২৩, ১৮:১১

শারদীয় দুর্গাপূজা নিরাপদে অনুষ্ঠিত হওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি পূজা উদযাপন পরিষদের কৃতজ্ঞতা প্রকাশ

ঢাকা, ৫ নভেম্বর, ২০২৩ (বাসস) : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্বিক কার্যকর তত্বাবধানে নির্বিঘেœ ও নিরাপদে সনাতন সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হওয়ায় সনাতন সম্প্রদায়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে অশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি জে. এল ভৌমিক এবং সাধারণ সম্পাদক অধ্যাপক চন্দ্রনাথ পোদ্দার আজ এক যৌথ বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ, র‌্যাবসহ সকল সংস্থা যাদের অক্লান্ত পরিশ্রমে এবার শারদীয় পূজা সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে তাদেরকেও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
তারা বলেন, ‘দুর্গাপূজা শুরুর আগে কয়েকটি মন্দিরে নির্মীয়মান প্রতিমার ক্ষতি ও পূজা চলাকালীন চট্টগ্রামের হাটহাজারীর একটি মন্দিরে এবং সিরাজগঞ্জের একটি মন্দিরে সাম্প্রদায়িক অপশক্তি অপতৎপরতা চালিয়ে ছিল। তবে প্রশাসনের তাৎক্ষণিক কার্যকর ভূমিকার কারণে বড় ধরনের কোন অঘটন ঘটেনি।’
নেতৃবৃন্দ বলেন, সাম্প্রদায়িক অপশক্তি সর্বদাই সμিয় থাকে। সরকার, রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসমূহ এবং সর্বোপরি মানবিক মূল্যবোধ সম্পন্ন জনসাধারণ যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে সাম্প্রদায়িক অপশক্তির সকল ষড়যন্ত্রকে পদদলিত করে সমাজ এগিয়ে যেতে পারে প্রগতির পথে-সম্প্রীতির দিকে। এবারের দুর্গাপূজায় তা-ই প্রমাণিত হয়েছে।