বাসস
  ০৭ নভেম্বর ২০২৩, ১০:০৫
আপডেট : ০৭ নভেম্বর ২০২৩, ১৮:২০

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত ॥ দু’জনের পরিচয় শনাক্ত

ময়মনসিংহ, ৭ নভেম্বর, ২০২৩ (বাসস): ময়মনসিংহ নগরীর শিকারিকান্দা এলাকায় সোমবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন।  
এর মধ্যে আজ দুপুর পর্যন্ত দু’জনের পরিচয় শনাক্ত হয়েছে। বাকি দু’জনের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ওসি শাহ কামাল আকন্দ।
তিনি বলেন, সোমবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শিকারিকান্দা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা থেকে শেরপুরগামী একটি বাস সড়ক ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে যায়। উল্টে যাওয়া বাসটিকে একটি পিকআপ ধাক্কা দেয়।  এ দুর্ঘটনায় বাসের চালক ও হেলপারসহ চারজন নিহত হয়েছেন।
পুলিশ জানায়, নিহত চালকের নাম সাদ্দাম হোসেন (৬০)। তাঁর বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলার সিডস্টোর গ্রামে। অপর নিহতের নাম মো. রকিব (৩২)। রকিবের বাড়ি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধানীখোলা গ্রামে। তিনি বাসচালকের সহকারি (হেলপার) ছিলেন।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ আরও বলেন, এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।