দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে

বাসস
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫, ১৫:৫৩

দিনাজপুর, ১ জানুয়ারী,  ২০২৫ (বাসস) : দিনাজপুরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস। দিনের বেলায় ঘন কুয়াশার সাথে বইছে হিমেল হাওয়া ও কনকনে ঠাণ্ডায় জনজীবনের ভোগান্তি বাড়ছে।

আজ  দিনের শুরুতেই দেশের সর্বনিম্ন তাপমাত্রা  জেলায় প্রবাহিত হচ্ছে।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন  জানান, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে জেলায় ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময়ে বাতাসের আদ্রতা ছিল ৯৪ শতাংশ এবং বাতাসের গতিবেগ ঘন্টায় ৪ কিলোমিটার প্রবাহিত হচ্ছে। 

গতকাল মঙ্গলবার জেলায় দেশের দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। যা দেশের দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা হিসেবে রেকর্ড করা হয়। এছাড়া গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, জেলায় মৃদু শৈত্যপ্রবাহে সৃষ্ট হাড় কাঁপানো শীতে বিপর্যপ্ত মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বিঘ্নিত হচ্ছে। সবচেয়ে বেশি কষ্টে আছে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষরা। দিনের বেলায় হাইওয়ে সড়কে হেড লাইট জ্বালিয়ে গাড়ি চলাচল করছে। কনকনে ঠান্ডায় ঘর থেকে বের হতে পারছেন না খেটে খাওয়া মানুষ। শীতের প্রভাবে হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। যারমধ্যে শিশু ও বৃদ্ধের সংখ্যাই বেশি।

জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম বলেন, সরকারিভাবে এ পর্যন্ত  ২৫ হাজার কম্বল ও ৫ হাজার শিশু পোশাক জেলার ১৩ টি উপজেলার মধ্যে বিতরণ করা হয়েছে। শীতার্ত জনসাধারণের জন্য আরো ৫০ হাজার পিস শীত বস্ত্রের চাহিদা আজ দুপুর সাড়ে ১২ টায় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে  ই-মেইলে বার্তা প্রেরণ করা হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিএসসিসি এলাকায় ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে দুর্গাপূজা উদযাপন
নির্বাচনে সকল দল অংশগ্রহণ করবে, আশাপ্রকাশ শামসুজ্জামান দুদুর
সারাদেশে ৪৯ মণ্ডপে নাশকতার চেষ্টা, গ্রেপ্তার ১৯: র‌্যাব ডিজি
বিএনপি ১৮ মাসের মধ্যে ১ কোটি মানুষের কর্মসংস্থানের সিদ্ধান্ত নিয়েছে: আমীর খসরু
কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট ও পূজামণ্ডপ পরিদর্শন করলেন তিন উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের সমন্বিত উদ্যোগে সন্তোষজনক পূজার পরিবেশ সম্ভব হয়েছে: শারমীন এস মুরশিদ
হিন্দু ধর্মাবলম্বীদের ন্যায্য দাবিসমূহ পর্যায়ক্রমে পূরণ করা সম্ভব : তথ্য উপদেষ্টা
বিএনপি সংখ্যাগুরু-সংখ্যালঘুতে বিশ্বাস করে না: ড. মঈন খান
বনানী ও বসুন্ধরা আবাসিক পূজা মণ্ডপ পরিদর্শনে ডিএমপি কমিশনার
নওগাঁয় পূজামণ্ডপ পরিদর্শন করলেন কৃষকদল নেতা ফজলে হুদা
১০