বৈষম্যবিরোধী আন্দোলনে আহত রাতুলকে আর্থিক সহায়তা দিয়েছে বিজিবি

বাসস
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ১৯:০৯

ঢাকা, ২ জানুয়ারি, ২০২৫ (বাসস): বৈষম্যবিরোধী আন্দোলনে আহত রাতুলকে আর্থিক সহায়তা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।

বিজিবির অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ইয়াসির জাহান হোসেন আজ বিজিবি সদর দপ্তরে আহত রাতুল ও তার অভিভাবকের কাছে ১ লাখ টাকার একটি চেক হস্তান্তর করেন।

আজ বিজিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে আহত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকা রাইসুর রহমান রাতুল নামের একজন তার চিকিৎসার ব্যয় নির্বাহ ও পরিবারের স্বচ্ছলতা ফিরিয়ে আনার লক্ষ্যে উত্তরা ৭ নম্বর সেক্টরের ২৮ নম্বর রোডে একটি ফুড কোর্ট এর দোকান দেওয়ার ইচ্ছা পোষণ করে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন।

পোস্টটি বিজিবি কর্তৃপক্ষের নজরে আসলে আহত রাইসুর রহমান রাতুল ও তার অভিভাবককে পিলখানায় বিজিবি সদর দপ্তরে আমন্ত্রণ জানানো হয়।

এরই ধারাবাহিকতায় আজ বিজিবি সদর দপ্তরে বিজিবির অতিরিক্ত মহাপরিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল মো. ইয়াসির জাহান হোসেন আহত রাতুল ও তার অভিভাবকের হাতে ১ লাখ টাকার একটি চেক হস্তান্তর করেন।

উল্লেখ্য, বিজিবি বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার দাবির সাথে একাত্মতা পোষণ করে ছাত্র-জনতার পাশে থেকে সহযোগিতা প্রদান করেছে। বিজিবি’র নিজস্ব উদ্যোগ ও আন্তরিক প্রচেষ্টায় আন্দোলনে আহত ৪২ জন ছাত্র-জনতাকে বর্ডার গার্ড হাসপাতালে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছে।

গত ৮ ডিসেম্বর স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বিজিবি সদর দপ্তরে বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ৭ জন অসহায় ছাত্র-জনতাকে বিকল্প কর্মসংস্থানের অংশ হিসেবে আর্থিক ও অন্যান্য সহায়তা প্রদান করেন।

এ সময় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বিজিবি’র পক্ষ থেকে সারাদেশে ১০০ জন আহত ছাত্র-জনতাকে পুনর্বাসনের প্রতিশ্রুতি প্রদান করেন।

এরই ধারাবাহিকতায় আজ বিজিবি সদর দপ্তরে আহত রাতুলকে আর্থিক সহায়তা প্রদান করেছে বিজিবি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত প্রজ্ঞাপন স্পষ্ট করতে সরকারের বিবৃতি
গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সাথে মানবাধিকার সংস্থার প্রতিনিধিদলের সাক্ষাৎ
ধানমন্ডি থেকে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম গ্রেফতার
রাশিয়া-ইউক্রেন বৈঠকে অংশ নিতে তুরস্কে যাওয়ার কথা ভাবছেন ট্রাম্প
রাজুতে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাইলেন ছাত্রদল, বাগছাস ও ছাত্র ইউনিয়ন
রাজশাহীতে পুলিশের অভিযানে ৭৪টি চোরাই মোবাইল ফোন উদ্ধার
শেয়ারবাজারের সূচক টানা বাড়ছে
জুলাই কন্যাদের সাহসিকতা শেখায় কীভাবে প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করতে হয়: শারমীন এস মুরশিদ
শান্তি ও সম্প্রীতির বন্ধনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পার্বত্য উপদেষ্টার
ফ্যাসিস্ট শাসকের পলায়নের মাধ্যমে গণতন্ত্রের প্রাথমিক বিজয় নিশ্চিত হয়েছে : আলী রীয়াজ
১০