৪৩তম বিসিএসের প্রজ্ঞাপনে বাদ পড়া ২২৭ প্রার্থী পুনর্বিবেচনার জন্য আবেদন করতে পারবেন

বাসস
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ১৯:৩১ আপডেট: : ০২ জানুয়ারি ২০২৫, ১৯:৩৪

ঢাকা, ২ জানুয়ারি, ২০২৪ (বাসস): ৪৩তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগ না পাওয়া প্রার্থীরা পুনর্বিবেচনার জন্য আবেদন করতে পারবেন বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রন্ত এক বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়, ‘সাময়িকভাবে নিয়োগের জন্য অনুপযুক্ত ২২৭ জনের মধ্যে যে কেউ পুনর্বিবেচনার আবেদন করলে তা গ্রহণ করা হচ্ছে। পুনর্বিবেচনার আবেদন করার সুযোগ সবার জন্য উন্মুক্ত।’

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৩তম বিসিএস পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য পিএসসি সাময়িকভাবে ২ হাজার ১৬৩ জনকে মনোনীত করে গত বছরের ২৫ জানুয়ারি সুপারিশ করে।

বিসিএস রিক্রুটমেন্ট রুলস, ১৯৮১ এর রুল-৪ এর বিধান অনুযায়ী বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এবং সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসকদের মাধ্যমে প্রার্থীদের প্রাক-চরিত্র যাচাই-বাছাই করে সুপারিশকৃত দুই হাজার ১৬৩ প্রার্থীর মধ্য থেকে স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত ৪০ জন এবং এজেন্সি রিপোর্ট বিবেচনায় সাময়িকভাবে ৫৯ জনসহ মোট ৯৯ জনকে বাদ দিয়ে অবশিষ্ট দুই হাজার ৬৪ প্রার্থীর অনুকূলে গত বছরের ১৫ অক্টোবর নিয়োগ প্রজ্ঞাপন জারি করা হয়।

রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা থেকে দুই হাজার ১৬৩ প্রার্থীর উপযুক্ততা/ অনুপযুক্ততা বিষয়ে প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদন অনুযায়ী ২২৭ জন প্রার্থীর প্রাক-চরিত্র বিষয়ে বিরূপ মন্তব্য (আপত্তি/অসুপারিশকৃত) পাওয়া যায়।  

২২৭ প্রার্থীর বিষয়ে বিরূপ মন্তব্যের কারণে সাময়িকভাবে নিয়োগের জন্য অনুপযুক্ত বিবেচনা করা হয় এবং তাদের বিষয়ে অধিকতর যাচাই-বাছাই ও খোঁজখবর নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত ৪০ জনকে নিয়োগের জন্য অনুপযুক্ত বিবেচনা করা হয়।

এতে আরও বলা হয়, সুপারিশ করা দুই হাজার ১৬৩ জন প্রার্থীর মধ্য থেকে স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত ৪০ জন এবং গোয়েন্দা সংস্থার প্রতিবেদন বিবেচনায় সাময়িকভাবে অনুপযুক্ত ২২৭ জনসহ মোট ২৬৭ জন বাদ দিয়ে অবশিষ্ট এক হাজার ৮৯৬ প্রার্থীর অনুকূলে গত ৩০ ডিসেম্বর নিয়োগ প্রজ্ঞাপন জারি করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গোপালগঞ্জে সংঘর্ষ: গ্রেফতার শিশুদের বিষয়ে তদন্ত প্রতিবেদন চাইলেন হাইকোর্ট
ডিআর কঙ্গো ও এম২৩ চুক্তি : শান্তির দিকে এক ভঙ্গুর পদক্ষেপ
সুদানে প্রতিদ্বন্দ্বী সরকার গঠনে প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট কাউন্সিল ঘোষণা করেছে আরএসএফ
কেন্দ্রীয় কমিটি ছাড়া ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর সকল কমিটি স্থগিত
শান্তি আলোচনার জন্য মালয়েশিয়ায় বৈঠক করবেন থাই ও কাম্বোডিয়ান নেতারা: ব্যাংকক
গাজার ‘মানবিক বিরতি’কে অনাহারক্লিষ্টদের সহায়তায় ব্যবহার করবে জাতিসংঘ
গাজায় বিমান থেকে ২৫ টন ত্রাণ সামগ্রী ফেলেছে জর্ডান ও আমিরাত
ব্র্যাডম্যান-গাভাস্কারের বিশ্ব রেকর্ড স্পর্শ করলেন গিল
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক প্রথম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত
তিন ভেন্যুতে হবে এনসিএল টি-টোয়েন্টি
১০