স্ত্রীসহ সাবেক এমপি সোলায়মানের বিরুদ্ধে দুদকের মামলা

বাসস
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ২০:৩০

ঢাকা, ২ জানুয়ারি, ২০২৫ (বাসস): চুয়াডাঙ্গা-২ আসনের সাবেক সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার (ছেলুন) ও তার স্ত্রী আকতারী জোয়ার্দ্দারের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বৃহস্পতিবার দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এক ব্রিফিংয়ে জানান, মামলা দুটি দায়ের করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, আসামি সোলায়মান হক জোয়ার্দ্দার (ছেলুন) চুয়াডাঙ্গা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে ক্ষমতার অপব্যবহার করে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে ৭ কোটি ৫৫ লাখ ৫২ হাজার ৭৯১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এ ছাড়া তিনি ১৫ কোটি ৭১ লাখ ৩৫ হাজার ৫৫৮ টাকা বিভিন্ন ব্যাংক হিসাবে স্থানান্তর, হস্তান্তর করে ও বিভিন্ন ব্যবসায় বিনিয়োগের নামে রূপান্তর করে মানিলন্ডারিং সংক্রান্ত অপরাধ করেছেন।

অপর মামলায় সোলায়মান হক জোয়ার্দ্দার ও তার স্ত্রী আকতারী জোয়ার্দ্দারকে আসামি করা হয়েছে।

এ মামলার এজাহারে উল্লেখ করা হয়, আসামি আকতারী জোয়ার্দ্দার তার স্বামীর সহায়তায় দুর্নীতির মাধ্যমে ৪ কোটি ৫ লাখ ৪৩১ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। 

এ ছাড়া তিনি ৭ কোটি ৬০ লাখ ৬৪ হাজার টাকা বিভিন্ন ব্যাংক হিসাবে স্থানান্তর, হস্তান্তর করে ও বিভিন্ন ব্যবসায় বিনিয়োগের নামে রূপান্তর করে মানিলন্ডারিং করেছেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চাঁদপুরে অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার 
ময়মনসিংহের দুর্গাবাড়ি পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
জলাতঙ্ক রোগ নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতনতা বাড়াতে হবে : ফরিদা আখতার
শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলার শেষ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ আগামীকাল
গাজীপুর সাফারি পার্কে গভীর রাতে অবৈধ অনুপ্রবেশ, ১১ যুবক থানায় সোপর্দ
রোববার থেকে শুরু হচ্ছে ইসির নির্বাচনী সংলাপ
খাগড়াছড়িতে ৭ প্লাটুন বিজিবি মোতায়েন
শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী শারদীয় সাংস্কৃতিক উৎসব
জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক সংস্থা নিবন্ধন নিয়ে ইসির গণবিজ্ঞপ্তি
জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক সংস্থা নিবন্ধন নিয়ে ইসির গণবিজ্ঞপ্তি
১০