হত্যাচেষ্টা মামলায় ঢাকা উত্তর সিটির ওয়ার্ড কাউন্সিলর মনজুর রিমান্ডে

বাসস
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ২০:৪৬

ঢাকা, ২ জানুয়ারি, ২০২৫ (বাসস) : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সাইফুল ইসলাম মিতুল নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও তেজগাঁও থানা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল্লাহ আল মনজুরের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠুতদন্তের জন্য তাকে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিন রাজধানীর উত্তরা ১৪ নং সেক্টর এলাকা হতে মনজুরকে গ্রেফতার করে পুলিশ।

মামলার বিবরণে জানা যায়, গত ৫ আগস্ট পল্টন থানাধীন পুরানা পল্টন মোড়ে শেখ হাসিনার পদত্যাগের দাবিতে একদফার আন্দোলনে অংশ নেন মামলার বাদী সাইফুল ইসলাম মিতুল। এসময় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় চোখ, পিঠ ও মাথায়সহ সারা শরীরে রাবাট বুলেট বিদ্ধ হন মিতুল। এ ঘটনায় গত ৪ ডিসেম্বর পল্টন থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন তিনি।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আইপিএলে খেলতে মুস্তাফিজকে অনাপত্তিপত্র দিয়েছে বিসিবি
কেলির সেঞ্চুরিতে পিছিয়ে বাংলাদেশ ‘এ’ দল
সাম্য হত্যাকারীদের গ্রেফতার দাবি ঢাবি শিক্ষার্থীদের
তরুণ বিজ্ঞানীদের গবেষণায় পার্বত্য চট্টগ্রাম গুরুত্বপূর্ণ স্থান হতে পারে : উপদেষ্টা সুপ্রদীপ চাকমা
আবুধাবিতে শেষ হলো ট্রাম্পের গালফ সফর
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২৩ জন হাসপাতালে ভর্তি
এভারেস্ট জয়ের ৫০ বছর: হাজারতম নারী আরোহণের দ্বারপ্রান্তে
শেরপুরে লোকালয় থেকে উদ্ধারকৃত সজারু বনে অবমুক্ত
মুক্তিযোদ্ধা আব্দুল গোফরানের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক
রেললাইন সংলগ্ন এলাকায় হাট বসানো যাবে না
১০