বায়ুদূষণ বিরোধী বিশেষ অভিযানে ৯৪ লাখ টাকা জরিমানা

বাসস
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ২০:৫২

ঢাকা, ২ জানুয়ারি, ২০২৫ (বাসস): পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে সারা দেশে বায়ুদূষণের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার ১১টি মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন অপরাধে ৩৩টি মামলায় মোট ৯৪ লাখ ৭১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ অভিযানে অবৈধ ইটভাটা, যানবাহনের কালো ধোঁয়া, শব্দ দূষণ এবং খোলা জায়গায় নির্মাণ সামগ্রী রাখার কারণে বায়ুদূষণ সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়। অভিযানে ১৩টি ইটভাটার চিমনি ভেঙ্গে কার্যক্রম বন্ধ করে দেয়া হয় এবং ১১টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের উদ্যোগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদনে পরিবেশ মন্ত্রণালয়ের ১১ কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। তারা এসব অভিযানে নেতৃত্ব দিচ্ছেন।

অভিযানে কালো ধোঁয়ার সৃষ্টির জন্য ১টি মোবাইল কোর্ট ৫টি যানবাহন থেকে ১১ হাজার টাকা এবং অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযানে ৮টি মোবাইল কোর্ট ২৫টি ইটভাটা থেকে ৯৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে। অভিযানে ১৩টি ইটভাটা বন্ধ করে দেয়া হয়েছে।

শব্দ দূষণের বিরুদ্ধে অভিযানে ১টি মোবাইল কোর্ট ২টি যানবাহন থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় এবং ৫ জন চালককে সতর্ক করা হয়েছে। নির্মাণ সামগ্রী উন্মুক্ত স্থানে রাখায় ১টি মোবাইল কোর্ট ১টি প্রতিষ্ঠান থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় এবং ৭টি প্রতিষ্ঠানকে সতর্ক করেছে। উল্লেখ্য,পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দূষণ বিরোধী এ বিশেষ অভিযান চলমান থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পঞ্চগড়ে পর্যটন সম্ভাবনা যাচাইয়ে স্টেকহোল্ডার কনসালটেশন সভা 
সমাবর্তনের জন্য প্রস্তুত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, অংশ নেবেন ২২৫৮৬ গ্র্যাজুয়েট
যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য আলোচনায় ‘গুরুত্বপূর্ণ অগ্রগতি’, আজ প্রকাশ পাবে বিস্তারিত
রুশ ড্রোন হামলার মাঝে পুতিনের উত্তরের অপেক্ষায় জেলেনস্কি
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হত্যা মামলায় টিনা কারাগারে
আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি
১৭ ও ২৪ মে শনিবার অধস্তন আদালত খোলা
র‌্যাব পুনর্গঠনে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা   
টেস্ট ক্রিকেটের ব্যাটার ও অধিনায়ক কোহলির যত রেকর্ড
ভাসানচর থেকে পালিয়ে আসা ৪০ রোহিঙ্গা চট্টগ্রামে আটক
১০