লক্ষ্মীপুর-ভোলা নৌ-রুটে ফেরি চলাচল শুরু

বাসস
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ১১:২৭

লক্ষ্মীপুর, ৫ জানুয়ারি,২০২৫ (বাসস) : লক্ষ্মীপুর-ভোলা নৌ-রুটে ৭ ঘন্টা বন্ধ থাকার পর আজ সকাল সাড়ে ৯টার দিকে ফেরি চলাচল শুরু হয়েছে।

ঘনকুয়াশা ও নাব্যতা সংকটের কারণে গত রাত তিনটা থেকে রোববার সকাল সাড়ে ৯টা পর্যন্ত প্রায় ৭ ঘন্টা লক্ষ্মীপুর-ভোলা নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া মুজচৌধুরীরহাটের মেঘনার কাটাখালী এলাকায় সুফিয়া কামাল, কাবেরী ও কুসুমকলী নামের তিনটি ফেরি অর্ধশতাধিক গাড়ি নিয়ে আটকা থাকায় ভোগান্তিতে পড়তে হয় যাত্রী, পরিবহন চালক ও শ্রমিকদের।  এতে করে দুই-পাড়ে পারাপারের অপেক্ষায় যাত্রী ও পরিবহন চালকদের পড়তে হয় চরম দুূর্ভোগে। 

বিষয়টি নিশ্চিত করেন, লক্ষ্মীপুরে মজুচৌধুরীহাট ও ভোলার ইলিশা ফেরিঘাটের কর্মকর্তা মো. আতিকুজ্জামান ও মো. কাউছার। তারা জানান, ঘনকুয়াশায় দুর্ঘটনা এড়াতেই  রাত তিনটা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এছাড়া নাব্যতা সংকট তো রয়েছে। কাটাখালী চ্যানেলে কুসুমকলী,সুফিয়া কামাল ও কাবেরী নামে তিনটি ফেরিও আটকা পড়ে। নদীতে জোয়ার আসলে ওই তিনটি ফেরি ঘাটের উদ্দেশ্যেই রওনা হয়। এছাড়া কুয়াশা কেটে গেলে সকাল সাড়ে ৯টার দিকে ফেরি চলাচল শুরু হয়। বর্তমানে স্বাভাবিক রয়েছে ফেরি চলাচল।

ভোলাগামী যাত্রী মো. নুরুল আলম ও ট্রাক চালক আবুল হোসেন বলেন, রাত ২টা থেকে ঘাটে বসে আছি। ঘনকুয়াশার কারনে ফেরি চলছেনা। তীব্র শীতে ঘাটে থাকা অনেক কষ্টের। এতে করে চরম ভোগান্তিতে পড়তে হয়। সকাল সাড়ে ৯টার দিকে ফেরি চলাচল শুরু হলে ভোলার উদ্দেশ্যেই রওনা দিই। কিন্তু নাব্যতা সংকটের কারণে মেঘনার বিভিন্ন স্থানে চর জেগে উঠায় ফেরিচলাচল ব্যাহত হয়।

ফলে চরে ঘন্টার পর  ঘন্টা আটকা থাকতে হয়। জেগে উঠা চরে ড্রেজিং না করলেও আরো দুর্ভোগের মধ্যে পড়তে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশবরেণ্য আলেম প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
দুদকের মামলায় গ্রেপ্তার কৃষি অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক শরীফুল কারাগারে
চলচ্চিত্রে গণমানুষের মুক্তির শৈল্পিক চিত্রায়ণ করেছেন ঋত্বিক ঘটক 
সরকারি উন্নয়ন প্রকল্প ও সেবা খাতে অনিয়মে দুদকের অভিযান
নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পেশাদারিত্ব ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ : কেএমপি কমিশনার
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয় : ডা. জাহিদ
দিনাজপুরে নিরাপদ সড়ক বিষয়ে আলোচনা সভা
১০