ইউরোপিয়ান ইউনিভার্সিটির শিক্ষার্থী হত্যার দায়ে ৩ জনের মৃত্যুদণ্ড

বাসস
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ১৬:১৪ আপডেট: : ০৫ জানুয়ারি ২০২৫, ১৮:৪৪
প্রতীকী ছবি

ঢাকা, ৫ জানুয়ারি, ২০২৫ (বাসস) : ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ইসমাইল হোসেন জিসান হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

ঢাকার ৫ম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফারজানা ইয়াসমিন আজ এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন হাসিবুল হোসেন ওরফে হাসিব, শ্রাবণ ওরফে শাওন ও আব্দুল্লাহ আল নোমান। তবে সজনী আক্তার নামে এক নারীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিনি খালাস পেয়েছেন।

আসামিদের মধ্যে শাওন পলাতক রয়েছেন। আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করেন। অপর দুই আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাদের আবার কারাগারে পাঠানো হয়।

মামলা সূত্রে জানা যায়, ভিকটিম জিসান পড়াশোনার পাশাপাশি বাইক শেয়ারিংয়ের (পাঠাও) কাজ করতো। ২০১৯ সালের ১২ মে বিকেল সাড়ে চারটার দিকে শেরেবাংলা নগর থানাধীন শ্যামলীর সামনের রাস্তা থেকে তিনি নিখোঁজ হন। এ ঘটনায় তার বাবা সাব্বির হোসেন সহিদ গাজীপুরের গাছা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে শেরেবাংলা নগর থানায়ও জিডি করেন। ২০১৯ সালের ২৩ মে গাছা থানাধীন মধ্য কামারজুড়ির হাসিবুল হোসেনের বাসার সেফটিক ট্যাংক থেকে জিসানের হাত-পা বাঁধা অবস্থায় গলিত লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় জিসানের বাবা সাব্বির হোসেন সহিদ ২০১৯ সালের ২৩ মে শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেন। মামলাটি তদন্ত করে ২০২০ সালের ১২ জানুয়ারি চারজনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার সাব-ইন্সপেক্টর সুজানুর ইসলাম। ২০২২ সালের ৩০ মার্চ চারজনের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলার বিচার চলাকালে ২৫ জন সাক্ষীর মধ্যে ১৮ জন আদালতে সাক্ষ্য দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্তরা ভুয়া খবর বিশ্বাস করে বেশি
বিপজ্জনক গোয়েন্দা তথ্যেই ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি
পারমাণবিক আলোচনা ‘কঠিন হলেও ফলপ্রসূ’: ইরান, যুক্তরাষ্ট্র ‘উৎসাহিত’
পারমাণবিক ইস্যুতে ‘সংঘাতমূলক কৌশল’ না নিতে ইউরোপীয় শক্তিগুলোর প্রতি ইরানের হুঁশিয়ারি
কাশ্মীর সীমান্তে আতঙ্ক কাটেনি
উত্তরা পাবলিক লাইব্রেরি রত্নগর্ভা মা সম্মাননা পেলেন ৩১ মা
বিশ্বে বাংলাদেশ এখন প্রবৃদ্ধি ও উন্নয়নের এক অনন্য উদাহরণ : বাণিজ্য উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে শিশুসহ ৫ জন নিহত
ঢাকার ফুটপাত ও সড়ক পথচারীদের জন্য নিরাপদ করা হবে: ডিএনসিসি প্রশাসক 
রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর উদ্যোগে বিভিন্ন এতিমখানায় খাবার বিতরণ
১০