জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের আত্মত্যাগ নিঃস্বার্থ কাজ করার দায়িত্ব অর্পণ করেছে: ফারুক ই আজম, বীর প্রতীক

বাসস
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ১৯:২৫
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক। ফাইল ছবি

ঢাকা, ৫ জানুয়ারি, ২০২৫ (বাসস): দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক বলেছেন, ২০২৪ এর জুলাই গণ-অভ্যুত্থান বাংলাদেশে একটি অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি করেছে এবং এই অভ্যুত্থানে শহিদদের আত্মত্যাগ আমাদের নিঃস্বার্থ কাজ করার দায়িত্ব অর্পণ করেছে। এই সুযোগ বারবার আসবে না। তাই আর সময়ক্ষেপণ না করে, সাহসিকতার সাথে রাষ্ট্র ও জনকল্যাণে কাজ করে নিজেদের গৌরব ও আত্মমর্যাদাকে প্রতিষ্ঠিত করার আহ্বান জানান উপদেষ্টা।

আজ রোববার গুলশানে হোটেল আমারিতে কক্সবাজার জেলায় অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি ইজিপিপি (ইম্পয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম ফর পোরেস্ট) প্লাস বাস্তবায়ন বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি বা সংক্ষেপে ইজিপিপি বাংলাদেশের অতি দরিদ্রদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ, যা শুধু আর্থিক সহায়তা প্রদান করে না, বরং গ্রামাঞ্চলের জনগণের জীবিকার সুযোগ বৃদ্ধি ও সামাজিক উন্নয়নেও বিশেষ ভূমিকা রাখে।

উপদেষ্টা বলেন, বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকরা কক্সবাজার জেলায় অনুপ্রবেশ করার পর, স্থানীয় জনগণ সামাজিক ও আর্থিকভাবে ব্যাপক পরিসরে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় জনগণের দৈনন্দিন জীবনে এটি গভীর প্রভাব ফেলছে, যা পুরো কক্সবাজার অঞ্চলের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। 

ফারুক ই আজম আরো বলেন, এসব বিবেচনায় কক্সবাজার এলাকায় কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য দূরীকরণ ও জীবনমান উন্নয়নে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ।

তিনি বলেন, দারিদ্র্য বিমোচন প্রকল্পগুলো সরকারি কিংবা বিদেশি সাহয্যে গৃহীত হয়ে থাকে। এখানে আমরা কেউই ব্যক্তিগত অর্থ ব্যয় করছি না। কিন্তু সৌভাগ্যের বিষয় এই যে, রাষ্ট্রের কর্মচারী হিসাবে এ সমস্ত মহৎ উদ্যোগে আমরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পৃক্ত। 

মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান এনডিসি’র সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান ও প্রকল্প পরিচালক অঞ্জন চন্দ্র পাল বক্তৃতা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই গণঅভ্যুত্থানে প্রায় অর্ধেক অবদানই জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের 
ফেনীতে গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বিএনপি’র বৃক্ষরোপণ 
দেশে স্থিতিশীল পরিস্থিতির জন্য সকল মহলের সহযোগিতা প্রয়োজন : সংলাপে বক্তারা
আগামীকাল যাত্রাবাড়ীতে মাদরাসা রেজিস্ট্যান্স ডে পালিত হবে 
জামালপুরে আল-আকাবা সমবায় সমিতির ৪০০ কোটি টাকার সম্পদ ক্রোক করেছে সিআইডি
এনডিসিতে টোকিওর নিরাপত্তা কৌশল তুলে ধরলেন জাপানের রাষ্ট্রদূত
ঠাকুরগাঁও সীমান্তে ছয় বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ
সিরিয়ায় সহিংসতায় ১ লাখ ২৮ হাজারের বেশি লোক বাস্তুচ্যুত : জাতিসংঘ
বাংলাদেশের বোলিং তোপে ১১০ রানে অলআউট পাকিস্তান
জাতীয় সমাবেশে যোগদানকালে ৩ জনের মৃত্যুতে জামায়াতের আমিরের শোক
১০