ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাব’ প্রতিষ্ঠা

বাসস
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫, ০০:৩৭

ঢাকা, ৭ জানুয়ারি, ২০২৫ (বাসস) : গণতন্ত্র চর্চা, গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবাধিকার বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং মৌলিক গবেষণা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রথমবারের মতো একটি ‘অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাব’ প্রতিষ্ঠা করা হয়েছে। 

আজ মঙ্গলবার সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে এই ল্যাব উদ্বোধন করেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

যুক্তরাষ্ট্রের দাতা সংস্থা ইউএসএআইডি এবং ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্টোরাল সিস্টেমস (আইএফইএস)-এর সহযোগিতায় এই ল্যাব প্রতিষ্ঠা করা হয়েছে।

ঢাবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, ‘অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাব’-এর মাধ্যমে শিক্ষার্থীরা গণতন্ত্র, মানবাধিকার ও সুশাসনের বিভিন্ন দিক নিয়ে গবেষণার সুযোগ পাবে। এই ল্যাবে গবেষণার মাধ্যমে পঠন-পাঠন পদ্ধতি, মানবাধিকার, সংকট ব্যবস্থাপনা, শান্তি ও সম্প্রীতি, গণতন্ত্র চর্চাসহ বিভিন্ন প্রায়োগিক বিষয়েও শিক্ষার্থীরা দক্ষতা অর্জন করতে পারবে। যা ভবিষ্যতের নেতৃত্ব তৈরিতে সহায়ক ভূমিকা পালন করবে। শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতেও এই ল্যাব কার্যকর অবদান রাখবে বলে আশা করা যাচ্ছে। 

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাবি সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মিসেস রাশেদা ইরশাদ নাসির, আইএফইএস’র বাংলাদেশে কান্ট্রি ডিরেক্টর ড. টানিয়েল বেদিয়া টাইশি ও ইউএসএআইডি বাংলাদেশ-এর মিশন ডিরেক্টর রিড অ্যাশলিম্যান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ‘অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাব’-এর পরিচালক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আইনুল ইসলাম ।
 
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, গণতন্ত্র শুধুমাত্র পড়াশোনার বিষয় নয়, এটি একটি চর্চার বিষয়। বাংলাদেশের এই ক্রান্তিকালে তরুণরাই গণতন্ত্রকে শক্তিশালী করতে পারে এবং সংস্কারে সহায়তা করতে পারে। 

আইএফইএস-এর কান্ট্রি ডিরেক্টর ড. টানিয়েল বেদিয়া টাইশি সর্বত্র গণতন্ত্র চর্চায় অবদান রাখার জন্য বাংলাদেশের তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান। 

ইউএসএআইডি বাংলাদেশ-এর মিশন ডিরেক্টর রিড অ্যাশলিম্যান গণতন্ত্র ল্যাব প্রতিষ্ঠায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগের প্রশংসা করে বলেন, গণতন্ত্র চর্চা ও উন্নয়নে ইউএসএআইডি’র সহযোগিতা অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাবেক সংসদ সদস্য রোকেয়া আনসারীর দাফন সম্পন্ন
ঢাকা-চট্টগ্রাম পেট্রোলিয়াম পাইপলাইন উদ্বোধন আগামীকাল
খালেদা জিয়ার জন্মদিনে ফেনীতে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল
সুনামগঞ্জের দোয়ারাবাজারে খেলা নিয়ে সংঘর্ষ, নিহত ২
খুলনায় খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন জনগণ মেনে নেবে না : গোলাম পরওয়ার
খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে শেরপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
রাজশাহীতে খালেদা জিয়ার জন্মদিনে যুবদল ও ছাত্রদলের দোয়া মহফিল
মাহেরিন চৌধুরীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
আড়াই মাসে গাজায় ১৭৬০ জন নিহত : জাতিসংঘ
১০