চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা, বইছে মৃদু শৈত্যপ্রবাহ

বাসস
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ১৩:৩০
চুয়াডাঙ্গায় শৈত্যপ্রবাহের কারণে জনজীবনে দূর্ভোগ বেড়ে গেছে। ছবি: বাসস

চুয়াডাঙ্গা, ১০ জানুয়ারি, ২০২৫ (বাসস):  জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।  আজ শুক্রবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা এ মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা। 

গতকাল থেকে শুরু হওয়া মৃদু শৈত্য প্রবাহের কারণে জনজীবনে দূর্ভোগ বেড়ে গেছে। এর সাথে উত্তরের হিমেল বাতাস নতুন করে বাড়িয়ে দিয়েছে শীতের মাত্রা। তারপরও জীবিকার তাগিদে নিম্নবিত্ত মানুষ শীতকে উপেক্ষা করে কাজে যাচ্ছেন। অনেকে বিভিন্ন স্থানে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। তবে, সকাল থেকে সূর্যের দেখা মেলায় মানুষের মধ্য স্বস্তি মিলেছে। 

এদিকে, হাসপাতালগুলোতে শীতজনিত রোগী সংখ্যা বেড়েছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ডায়রিয়া ও শিশু ওয়ার্ডে প্রতিদিন শতাধিক রোগী ভর্তি হচ্ছে। আসন সংখ্যার বিপরীতে শিশু ওয়ার্ডে ৪-৫ গুন রোগী ভর্তি থাকছে। অপরদিকে ডায়রিয়া ওয়ার্ডের অবস্থা একই রকম। 

হাসপাতালের তত্ত্ববধায়ক ডা. বিদ্যুৎ কুমার বিশ্বাস বলেন, ১০০ আসনের এই হাসপাতালে আজ ২৭৪ জন রোগী ভর্তি রয়েছে। আমরা রোগীদের সাধ্যমত সেবা দেওয়ার চেষ্টা করছি। 

জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিলুর রহমান জানান, আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চট্টগ্রামে বিএনপি প্রার্থীর প্রচারণায় হামলা: অন্তর্বর্তীকালীন সরকারের নিন্দা, দ্রুত তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার
খাদ্যে মাইক্রো নিউট্রিয়েন্ট বৃদ্ধির প্রযুক্তি উদ্ভাবন রাবির
চব্বিশের যুবশক্তিকে নিয়েই ইনসাফের বাংলাদেশ গড়তে চাই: ডা. শফিকুর রহমান
দুর্গাপুরের সাবেক চেয়ারম্যানসহ ৮ জন গ্রেফতার
এনএসইউ বাংলাদেশের সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে মনোনীত
স্বল্পমূল্যের ই-কমার্স রপ্তানি আয় দেশে আনার নিয়ম শিথিল করলো বাংলাদেশ ব্যাংক
চট্টগ্রামে নির্বাচনী প্রচারণায় সন্ত্রাসী হামলায় বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহসহ ৩ জন গুলিবিদ্ধ, ১ জন নিহত 
চট্টগ্রাম-৫ আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার মীর হেলালের প্রচারণা শুরু
বেপজা অর্থনৈতিক অঞ্চলে দ্বিতীয় ড্রোন কারখানা স্থাপনে চুক্তি
বসনিয়ার নার্সিংহোমে আগুনে নিহত ১১, আহত ৩০
১০