চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা, বইছে মৃদু শৈত্যপ্রবাহ

বাসস
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ১৩:৩০
চুয়াডাঙ্গায় শৈত্যপ্রবাহের কারণে জনজীবনে দূর্ভোগ বেড়ে গেছে। ছবি: বাসস

চুয়াডাঙ্গা, ১০ জানুয়ারি, ২০২৫ (বাসস):  জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।  আজ শুক্রবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা এ মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা। 

গতকাল থেকে শুরু হওয়া মৃদু শৈত্য প্রবাহের কারণে জনজীবনে দূর্ভোগ বেড়ে গেছে। এর সাথে উত্তরের হিমেল বাতাস নতুন করে বাড়িয়ে দিয়েছে শীতের মাত্রা। তারপরও জীবিকার তাগিদে নিম্নবিত্ত মানুষ শীতকে উপেক্ষা করে কাজে যাচ্ছেন। অনেকে বিভিন্ন স্থানে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। তবে, সকাল থেকে সূর্যের দেখা মেলায় মানুষের মধ্য স্বস্তি মিলেছে। 

এদিকে, হাসপাতালগুলোতে শীতজনিত রোগী সংখ্যা বেড়েছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ডায়রিয়া ও শিশু ওয়ার্ডে প্রতিদিন শতাধিক রোগী ভর্তি হচ্ছে। আসন সংখ্যার বিপরীতে শিশু ওয়ার্ডে ৪-৫ গুন রোগী ভর্তি থাকছে। অপরদিকে ডায়রিয়া ওয়ার্ডের অবস্থা একই রকম। 

হাসপাতালের তত্ত্ববধায়ক ডা. বিদ্যুৎ কুমার বিশ্বাস বলেন, ১০০ আসনের এই হাসপাতালে আজ ২৭৪ জন রোগী ভর্তি রয়েছে। আমরা রোগীদের সাধ্যমত সেবা দেওয়ার চেষ্টা করছি। 

জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিলুর রহমান জানান, আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভারতের ভিডিওকে খাগড়াছড়ির বলে ছড়ানোর অপচেষ্টা শনাক্ত: ফ্যাক্টওয়াচ 
নড়াইলে জমে উঠেছে দুর্গোৎসব, মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীদের ভিড়
রোহিঙ্গাদের প্রত্যাবাসনই একমাত্র কার্যকর সমাধান : ইউএন বিশেষ দূতকে প্রধান উপদেষ্টা
হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলার শেষ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ চলছে
ভুটানের সঙ্গে আন্তঃসীমান্ত রেলপথ নির্মাণ করবে ভারত
ড. ইউনূসের সঙ্গে ইউনিসেফ প্রধানের সাক্ষাত: রোহিঙ্গা শিশুদের শিক্ষা বিষয়ে আলোচনা
হবিগঞ্জে কুমারী পূজা অনুষ্ঠিত
যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তাদের বৈঠকে ভাষণ দেবেন ট্রাম্প
ট্রাম্পের গাজা পরিকল্পনাকে স্বাগত জানালেন ইইউ প্রধান 
নলছিটিতে শতাধিক কুকুর-বিড়ালকে জলাতঙ্কের টিকা প্রদান
১০