চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা, বইছে মৃদু শৈত্যপ্রবাহ

বাসস
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ১৩:৩০
চুয়াডাঙ্গায় শৈত্যপ্রবাহের কারণে জনজীবনে দূর্ভোগ বেড়ে গেছে। ছবি: বাসস

চুয়াডাঙ্গা, ১০ জানুয়ারি, ২০২৫ (বাসস):  জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।  আজ শুক্রবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা এ মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা। 

গতকাল থেকে শুরু হওয়া মৃদু শৈত্য প্রবাহের কারণে জনজীবনে দূর্ভোগ বেড়ে গেছে। এর সাথে উত্তরের হিমেল বাতাস নতুন করে বাড়িয়ে দিয়েছে শীতের মাত্রা। তারপরও জীবিকার তাগিদে নিম্নবিত্ত মানুষ শীতকে উপেক্ষা করে কাজে যাচ্ছেন। অনেকে বিভিন্ন স্থানে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। তবে, সকাল থেকে সূর্যের দেখা মেলায় মানুষের মধ্য স্বস্তি মিলেছে। 

এদিকে, হাসপাতালগুলোতে শীতজনিত রোগী সংখ্যা বেড়েছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ডায়রিয়া ও শিশু ওয়ার্ডে প্রতিদিন শতাধিক রোগী ভর্তি হচ্ছে। আসন সংখ্যার বিপরীতে শিশু ওয়ার্ডে ৪-৫ গুন রোগী ভর্তি থাকছে। অপরদিকে ডায়রিয়া ওয়ার্ডের অবস্থা একই রকম। 

হাসপাতালের তত্ত্ববধায়ক ডা. বিদ্যুৎ কুমার বিশ্বাস বলেন, ১০০ আসনের এই হাসপাতালে আজ ২৭৪ জন রোগী ভর্তি রয়েছে। আমরা রোগীদের সাধ্যমত সেবা দেওয়ার চেষ্টা করছি। 

জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিলুর রহমান জানান, আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জার্মানিতে দুইজনকে গুলি করে হত্যার পর হামলাকারীদের সন্ধানে অভিযান শুরু
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আসামি গ্রেফতারে অনুমতির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট
সাবেক প্রতিমন্ত্রী বিপুর ব্যাংক হিসাব অবরুদ্ধ, গাড়ি-এ্যাপার্টমেন্ট জব্দ
ব্যাংককে ভবনধস: সংশ্লিষ্ট কোম্পানির চীনা নির্বাহী গ্রেফতার
দিনমজুর থেকে ফল ব্যবসায়ী : সততা আর শ্রম দিয়ে মোখলেছ আজ স্বাবলম্বী
ট্রাম্পের আমলে অতি ধনী ও টেক জায়ান্টদের ওপর কর আরোপ থেমে গেছে
মার্কিন শুল্কনীতির কারণে বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমাতে পারে আইএমএফ: ব্লুমবার্গ
কুমিল্লায় আলুর ন্যায্য মূল্য নিয়ে বিপাকে কৃষকরা 
পুতিনের ইস্টার যুদ্ধবিরতির মধ্যেও রুশ হামলা অব্যাহত: জেলেনস্কি
গাজা সহায়তা নিয়ে হামাস নেতাদের সাথে তুরস্কের গোয়েন্দা প্রধানের বৈঠক
১০