চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা, বইছে মৃদু শৈত্যপ্রবাহ

বাসস
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ১৩:৩০
চুয়াডাঙ্গায় শৈত্যপ্রবাহের কারণে জনজীবনে দূর্ভোগ বেড়ে গেছে। ছবি: বাসস

চুয়াডাঙ্গা, ১০ জানুয়ারি, ২০২৫ (বাসস):  জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।  আজ শুক্রবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা এ মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা। 

গতকাল থেকে শুরু হওয়া মৃদু শৈত্য প্রবাহের কারণে জনজীবনে দূর্ভোগ বেড়ে গেছে। এর সাথে উত্তরের হিমেল বাতাস নতুন করে বাড়িয়ে দিয়েছে শীতের মাত্রা। তারপরও জীবিকার তাগিদে নিম্নবিত্ত মানুষ শীতকে উপেক্ষা করে কাজে যাচ্ছেন। অনেকে বিভিন্ন স্থানে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। তবে, সকাল থেকে সূর্যের দেখা মেলায় মানুষের মধ্য স্বস্তি মিলেছে। 

এদিকে, হাসপাতালগুলোতে শীতজনিত রোগী সংখ্যা বেড়েছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ডায়রিয়া ও শিশু ওয়ার্ডে প্রতিদিন শতাধিক রোগী ভর্তি হচ্ছে। আসন সংখ্যার বিপরীতে শিশু ওয়ার্ডে ৪-৫ গুন রোগী ভর্তি থাকছে। অপরদিকে ডায়রিয়া ওয়ার্ডের অবস্থা একই রকম। 

হাসপাতালের তত্ত্ববধায়ক ডা. বিদ্যুৎ কুমার বিশ্বাস বলেন, ১০০ আসনের এই হাসপাতালে আজ ২৭৪ জন রোগী ভর্তি রয়েছে। আমরা রোগীদের সাধ্যমত সেবা দেওয়ার চেষ্টা করছি। 

জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিলুর রহমান জানান, আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
১০