ঢাবি ফিন্যান্স বিভাগের সুবর্ণজয়ন্তী উদযাপন

বাসস
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ১৮:২৯
ঢাকা বিশ্ববিদ্যালয় ফিন্যান্স বিভাগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত আলোচনা ‍সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। ছবি: ঢাবি

ঢাকা, ১১ জানুয়ারি, ২০২৫ (বাসস) : দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার মধ্য দিয়ে আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ফিন্যান্স বিভাগের সুবর্ণজয়ন্তী উৎসব উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষ্যে কেন্দ্রীয় খেলার মাঠে মিলনমেলা, স্মৃতিচারণ, সম্মাননা প্রদান, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্টের আয়োজন করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এইচ এম মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম, বিভাগের প্রতিষ্ঠাকালীন শিক্ষক অধ্যাপক ড. এ এইচ এম হাবিবুর রহমান ও অধ্যাপক ড. জামাল উদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অধ্যাপক শাবনাজ আমিন ও সহকারী অধ্যাপক কাজী গোলাম রব্বানী মাওলা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও অ্যালামনাইদের শুভেচ্ছা জানিয়ে বলেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়নে এই বিভাগের অনেক অবদান রয়েছে। এই বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও অ্যালামনাইগণ বিভিন্ন প্রতিষ্ঠানে গর্বের সঙ্গে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার জন্য অ্যালামনাইদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এক্ষেত্রে ব্যক্তি ও প্রতিষ্ঠানসহ সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ২
ঢাকা-বেইজিং সম্পর্ক নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক
গাছে গাছে সবুজ আঙুর শরিফুল-মিম দম্পতির সুদিনের বার্তা
নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে রিটের আদেশ ২৬ মে
ভেড়া পালন করে স্বাবলম্বী হওয়ায় শরিফা এখন গ্রামের অন্য নারীদের আদর্শ
কাল বিশ্ব পরিমাপ দিবস
গাজায় জুড়ে ইসরাইলি হামলায় ২২ জন নিহত 
তুরস্ক-কুর্দি সম্পর্ক পুনরুদ্ধারে 'দৃষ্টিভঙ্গির আমূল পরিবর্তন' দরকার : ওজালান
বাইডেন দুই মাসের বেশি বাঁচবেন না
বগুড়ায় মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড
১০