ঢাবি ফিন্যান্স বিভাগের সুবর্ণজয়ন্তী উদযাপন

বাসস
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ১৮:২৯
ঢাকা বিশ্ববিদ্যালয় ফিন্যান্স বিভাগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত আলোচনা ‍সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। ছবি: ঢাবি

ঢাকা, ১১ জানুয়ারি, ২০২৫ (বাসস) : দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার মধ্য দিয়ে আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ফিন্যান্স বিভাগের সুবর্ণজয়ন্তী উৎসব উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষ্যে কেন্দ্রীয় খেলার মাঠে মিলনমেলা, স্মৃতিচারণ, সম্মাননা প্রদান, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্টের আয়োজন করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এইচ এম মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম, বিভাগের প্রতিষ্ঠাকালীন শিক্ষক অধ্যাপক ড. এ এইচ এম হাবিবুর রহমান ও অধ্যাপক ড. জামাল উদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অধ্যাপক শাবনাজ আমিন ও সহকারী অধ্যাপক কাজী গোলাম রব্বানী মাওলা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও অ্যালামনাইদের শুভেচ্ছা জানিয়ে বলেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়নে এই বিভাগের অনেক অবদান রয়েছে। এই বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও অ্যালামনাইগণ বিভিন্ন প্রতিষ্ঠানে গর্বের সঙ্গে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার জন্য অ্যালামনাইদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এক্ষেত্রে ব্যক্তি ও প্রতিষ্ঠানসহ সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রৌমারীতে অটো ভ্যানের চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত
বিএনপিকে ক্ষমতায় আনার জন্য বাংলাদেশে নির্বাচন হবে না : সারোয়ার তুষার
কুমিল্লায় সীমান্তে ৫ কোটি টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ
বিভিন্ন অপরাধে জড়িত ৩৪ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ
অপকর্মকারীদের বাবা-মায়ের নামসহ তালিকা ঝুলিয়ে দেয়া হবে : সারজিস
টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
যাত্রাবাড়ী ফ্লাইওভারের ওপর বাস-সি এন জি সংঘর্ষে নিহত ২
উজবেকিস্তানে বাংলাদেশ দূতাবাসে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন
স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মার্চ থেকে আগস্ট পর্যন্ত ৫,৫৫৮ টি মামলা নিষ্পত্তি করেছে
রাসূলুল্লাহ (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে বছরজুড়ে চর্চার আহ্বান জামায়াতের
১০