বাসস
  ১১ জানুয়ারি ২০২৫, ১৮:৫৮

নওগাঁ জাতীয়তাবাদী কৃষক দলের সমাবেশ

নওগাঁ জেলা সদরে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত। ছবি : বাসস

নওগাঁ, ১১ জানুয়ারি ২০২৫ (বাসস) : জেলা সদরে আজ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বিকাল ৪ টায় শহরের মুক্তির মোড়ে শহীদ মিনারের সামনে কৃষক দলের পৌর কমিটির আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।  

নওগাঁ পৌর জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি এস এম রাশিদুল আলম সাজু’র সভাপতিত্বে এ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি'র জেলা কমিটির আহবায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু, বিএনপি'র কেন্দ্রীয় কমিটির সহ-সমবায় বিষয়ক সম্পাদক মো. নজমুল হক সনি, জেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু,  জেলা বিএনপি'র যুগ্ম-সম্পাদক  শহিদুল ইসলাম টুকু, শফিউল আযম রানা, মামুনুর রহমান রিপন, আমিনুর রহমান বেলাল প্রমুখ।