সফল উদ্যোক্তা কুষ্টিয়ার মধু মামুন

বাসস
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ১১:৫৭ আপডেট: : ১২ জানুয়ারি ২০২৫, ১৩:১৮
কুষ্টিয়া জেলার মিরপুরের মামুন অর রশিদের মধুর খামার। ছবি: বাসস

কুষ্টিয়া, ১২ জানুয়ারি, ২০২৫ (বাসস) : জেলার মিরপুরের মামুন অর রশিদের খামারের মধু দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে। এ সফল উদ্যোক্তা মামুন এখন মধু মামুন নামেই সবার কাছে পরিচিত।

মাস্টার্স পাস করে চাকরির জন্য হন্যে হয়ে ঘুরেছেন। টাকার জন্য চাকরি হয়নি মামুনের। হতাশ না হয়ে দৃঢ় প্রত্যয় নেন তিনি, চাকরি করবেন না, চাকরি দেবেন। মাত্র ২৬শ’ টাকায় চারটি মধুর বাক্স কিনে শুরু করেন মধু সংগ্রহ। এখন তার খামারে কয়েকশ’ মৌমাছির বাক্স। গড়ে তুলেছেন ‘মিষ্টি মৌ-খামার’। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে এ খামারের মধু। 

মাঠে সরিষা ক্ষেতে মানুষের কোলাহল। সরিষা ফুল থেকে মধু নিয়ে সারি সারি কাঠের বাক্সে মৌমাছির বিরামহীন ছুটে চলা। এটাই মধু মামুনের মধু সংগ্রহের প্রকল্প। দেশের বিভিন্ন জায়গায় এরকম কয়েকটি প্রকল্প রয়েছে তার। তার অধীনেই এখন কাজ করেন ৩০ জন। মামুন ১৯৯৭ সালে ২৬শ’ টাকায় মাত্র চারটা মৌ বাক্স নিয়ে মধু সংগ্রহ শুরু করেন। কয়েক বছরেই খাঁটি মধু বিক্রিতে মামুনের সুনাম ছড়িয়ে পড়ে। ২০১৭ সাল থেকে অস্ট্রেলিয়া, স্পেন ও কোরিয়াতে মধু রপ্তানি শুরু হয়। এবছর সরিষা, কালোজিরা, ধনিয়া ও লিচু ফুলের মধু সংগ্রহের টার্গেট ২০টন। প্রতি সপ্তাহে তিন মণের বেশি মধু সংগ্রহ করেন মামুন। যার প্রতি কেজির দাম ৬০০ থেকে ১৫শ’ টাকা কেজি। 

মধু মামুন জানান, মধু রিফাইন মেশিন পেলে বিদেশে মধু রপ্তানি বাড়বে। বাড়বে কর্মসংস্থান। কৃষি অফিস থেকে ঠিকমত বীজ না পাওয়ায় দিনদিন সরিষার আবাদ ছেড়ে বিষাক্ত তামাক চাষে ঝুঁকছেন চাষীরা বলেও অভিযোগ তার। এ খাতে সরকারী সহযোগিতা দেয়ার দাবিও জানান তিনি। মধু মামুনের মধু সংগ্রহের প্রকল্পে বেশ কযেকজন শিক্ষার্থীসহ কর্মসংস্থান হয়েছে প্রায় ৩০ জনের। এ কাজে সম্পৃক্ত হতে পেরে খুশি তারা। অনেকেই নিজ চোখে হারভেস্ট করা দেখে খাঁটি ও টাটকা মধু সংগ্রহ করছেন মধু মামুনের ‘মিষ্টি মৌ-খামার’ থেকে । সরিষা ক্ষেতের পাশে মধু সংগ্রহের কারণে পরাগয়নের ফলে সরিষার ফলন ভালো হওয়ায় কৃষকরাও লাভবান হচ্ছেন। মধু মামুনের কাছ থেকে অনেকেই প্রশিক্ষণ নিয়ে উদ্যোক্তা হচ্ছেন। এভাবেই সফল উদ্যোক্তার গল্প ছড়িয়ে পড়ুক - এমনটাই প্রত্যাশা সবার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
মৎস্যসম্পদ রক্ষায় দেশবাসীকে পরিবেশের প্রতি সদয় হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার
শ্রমিক লীগের ঢাকা মহানগর উত্তর সভাপতি গ্রেফতার
সুনামগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা
সাবেক ডিবি প্রধান হারুনসহ পুলিশের ১৮ কর্মকর্তা বরখাস্ত
চাঁদাবাজদের উৎপাত বন্ধে চট্টগ্রামের ডিসিকে চিঠি
ট্রাম্প-জেলেনস্কির বৈঠকে যোগ দেবেন ইউরোপীয় নেতারা
মৎস্য সপ্তাহ উপলক্ষে বগুড়ায় র‌্যালি ও সভা
চাঁপাইনবাবগঞ্জে ট্রেন চলাচল স্বাভাবিক
মিয়ানমারে ২৮ ডিসেম্বর নির্বাচন শুরু : জান্তা
১০