দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

বাসস
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ১৮:২৭

দিনাজপুর, ১২ জানুয়ারি ২০২৫ (বাসস) : জেলার ঘোড়াঘাট উপজেলায় আজ ট্রাকের ধাক্কায় মিজানুর রহমান (৪০) নামে রিকশাভ্যানের একজন যাত্রী নিহত হয়েছেন।

আজ রোববার বিকেলে সাড়ে ৩ টায় দিনাজপুর ঘোড়াঘাট উপজেলার ভেলাইন ভান্ডারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিজানুর রহমান জেলার ঘোড়াঘাট উপজেলার কুলানন্দপুর গ্রামের আবু বক্কর সিদ্দিকের পুত্র। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মিজানুর রহমান টমেটো নিয়ে বিক্রির জন্য রিকশা ব্যান যোগে উপজেলার রাণীগঞ্জ বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে তিনি-সহ কয়েকজন যাত্রী নিয়ে ভ্যানটি বুলাকীপুর ইউনিয়নের ভান্ডারী বাজারে পৌঁছালে দিনাজপুরগামী একটি ট্রাক পিছন থেকে সেটিকে  ধাক্কা দেয়। ফলে ভ্যানের যাত্রী মিজানুর রহমান, রুবেল ও রাববু ছিঁটকে সড়কে পড়ে যান। গুরুতর অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মিজানুর রহমানকে মৃত ঘোষণা করেন।

সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহত ব্যক্তির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলার দায়ের করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মাতারবাড়িতে ইজিবাইকসহ অপহৃত চালককে উদ্ধার করেছে নৌবাহিনী
পাকিস্তানের কাছে হেরে অপেক্ষায় বাংলাদেশ
বিশ্ববিদ্যালয়ে ভাংচুর: স্বেচ্ছাসেবক লীগ নেতা ডা. সুমিত সাহা কারাগারে
সিলেট স্টেডিয়ামে জুলাই আন্দোলনে শহীদ তুরাবের নামে গ্যালারি
জয় দিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ
বাংলাদেশের ভবিষ্যৎ এ দেশের মানুষকেই ঠিক করতে হবে : মির্জা ফখরুল 
তুরস্কে বিক্ষোভ নিয়ে ছাত্র ও সাংবাদিক ২০০ জনের বিচার শুরু
নীলফামারীতে ১২ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান
তিতাস ও বাখরাবাদ গ্যাস ক্ষেত্রে দু’টি গভীর অনুসন্ধান কূপ খননের উদ্যোগ
ইতালির নাগরিকত্ব পাচ্ছেন জনপ্রিয় মার্কিন লেখক ফ্রান্সেস মায়েস
১০