লামায় ৭ তামাক চাষীকে অপহরণ করেছে সন্ত্রাসীরা 

বাসস
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ২০:৪৫

ঢাকা, ১৫ জানুয়ারী, ২০২৫ (বাসস) : বান্দরবান জেলার লামা উপজেলার সরই ইউনিয়নের বমুখাল এলাকা থেকে পিতা পুত্রসহ ৭ তামাক চাষীকে অপহরণ করেছে সন্ত্রাসীরা।  

গতকাল মঙ্গলবার রাত আনুমানিক দুইটার দিকে একটি তামাক চাষের খামার বাড়িতে হানা দিয়ে তাদের ধরে নিয়ে যায় বলে লামা থানা পুলিশ জানিয়েছে।

বান্দরবানের পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছার জানান, অপহৃতদের উদ্ধারে সেখানে পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালাচ্ছে। কে বা কারা এ ঘটনার সাথে জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে। সন্ত্রাসীরা অপহৃতদের পরিবারের কাছ থেকে পাঁচ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছে বলে স্থানীয়দের কাছে জানা গেলেও এর সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি। 

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন আজ বাসসকে জানান, মঙ্গলবার দিবাগত রাত রাত আনুমানিক দুইটার দিকে একদল সশস্ত্র সন্ত্রাসী সরই ইউনিয়নের দুর্গম বমুখাল এলাকার মো. আমিনের তামাক চাষের খামার বাড়ীতে হানা দেয় এবং সেখানে থাকা মোহাম্মদ আমিন (৪০), তার ছেলে মোহাম্মদ সাকিব (১৫) সহ তামাক চাষে নিয়োজিত ৫ শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়।

ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আজ বুধবার সকালে এ ঘটনা জানাজানি হলে পরিবারের লোকজন থানা ও গজালিয়া সেনা ক্যাম্পে খবর দেয়। সকালে সেনাবাহিনী ও পুলিশের দুটি দল সেখানে তাদের উদ্ধারে অভিযান পরিচালনা করলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের উদ্ধার করা যায়নি।

লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা রূপায়ন দেব জানান, ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। আইনশৃংখলা বাহিনী অপহৃতদের উদ্ধারে অভিযানে নেমেছে।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পটিয়ার যুবলীগ ক্যাডার বুলবুল ডাকাত চট্টগ্রাম নগরে গ্রেপ্তার
ঢাকায় আসছেন টিআই চেয়ারপারসন ফ্রাঁসোয়া ভ্যালেরিয়াঁ
দুই বছরের জন্য টাফেলকে নিয়োগ দিল বিসিবি
কক্সবাজার, ঢাকা ও পাবনায় দুদকের পৃথক এনফোর্সমেন্ট অভিযান
ক্যান্সার হাসপাতালে জামায়াতের ১ কোটি টাকা অনুদান
দেশব্যাপী বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন 
নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথমবারের মত সিরিজ জয় বাংলাদেশের
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় ১৪৪ ধারার সময় বাড়লো আরো ২৪ ঘণ্টা
বিনিয়োগ পরিবেশ শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ বিশেষজ্ঞদের
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি’কে ফুলেল শুভেচ্ছা জানালো এনসিপি
১০