দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগদানের আমন্ত্রণ পেয়েছেন প্রধান উপদেষ্টা

বাসস
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ১৮:৩৯ আপডেট: : ২২ জানুয়ারি ২০২৫, ২১:৩৯
সুইজারল্যান্ডের দাভোসে দুবাই কালচার অ্যান্ড আর্টস অথরিটির চেয়ারপার্সন শেখ লতিফা বিনতে মুহাম্মদ বিন রশিদ আল মাকতুমের সঙ্গে ড. ইউনূসের দ্বিপাক্ষিক বৈঠক। ছবি: GOB ফেসবুক

দাভোস (সুইজারল্যান্ড), ২২ জানুয়ারি, ২০২৫ (বাসস): আগামী ফেব্রুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট ২০২৫-এ যোগদানের আমন্ত্রণ পেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

দুবাই কালচার অ্যান্ড আর্টস অথরিটির চেয়ারপার্সন শেখ লতিফা বিনতে মুহাম্মদ বিন রশিদ আল মাকতুম আজ বুধবার সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে অধ্যাপক ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। এ সময় তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট ২০২৫-এ যোগ দেওয়ার আমন্ত্রণ জানান।

চলতি বছর ১১ থেকে ১৩ ফেব্রুয়ারি ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট অনুষ্ঠিত হবে।

শেখ লতিফা বিনতে মুহাম্মদ বিন রশিদ অধ্যাপক ইউনূসকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের তিন তরুণ উপদেষ্টাকে সঙ্গে নিয়ে সামিটে অংশগ্রহণের অনুরোধ করেন, যাতে এই তিন তরুণ উপদেষ্টা সামিটে তুলে ধরতে পারেন- কীভাবে তারা স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন ঘটাতে জুলাই বিপ্লবে নেতৃত্ব দিয়েছেন।

বৈঠকে তরুণদের বিশ্ব নেতৃত্বে ভূমিকা রাখার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। অধ্যাপক ইউনূস বলেন, ‘আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে চাই।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে মামলা ২,১১০টি
১৯ জুলাই যাত্রাবাড়ীতে যেন কারবালা নেমে এসেছিল: কুয়েট শিক্ষার্থী সৈকত
বিএনপি মহাসচিবের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ইংল্যান্ড টেস্ট দলে ফিরলেন অ্যাটকিনসন
ঝিনাইদহে এনসিপির পদযাত্রার চলছে শেষ সময়ের প্রস্তুতি
ভোটার তালিকা হালনাগাদে ১৫ জুলাই’র মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্নের নির্দেশ
পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
পটুয়াখালীতে টানা বৃষ্টিতে জলাবদ্ধতায় জনজীবনে দুর্ভোগ
জিম্বাবুয়ে সিরিজে নিউজিল্যান্ড টেস্ট দলে নেই উইলিয়ামসন-ব্রেসওয়েল
বিশ্ব রেকর্ড লারাকেই মানায় : মুল্ডার
১০