চলছে বইমেলার শেষ সময়ের প্রস্তুতি 

বাসস
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ২০:৪৩ আপডেট: : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪১
আজ সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণে চলছে অমর একুশে বইমেলা ২০২৫ এর শেষ সময়ের প্রস্তুতি। ছবি : বাসস

ঢাকা, ৩১ জানুয়ারি, ২০২৫ (বাসস) : বাঙালির প্রাণের মেলা অমর একুশে বইমেলা ২০২৫ এর শেষ সময়ের প্রস্তুতি চলছে। লেখক, প্রকাশক ও আয়োজকরা ব্যস্ত সময় পার করছেন বইমেলাকে কেন্দ্র করে। আগামীকাল শনিবার বিকাল ৩টায় মেলার উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 

সময় যত গড়িয়ে যাচ্ছে মেলা সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যস্ততা ততোই বাড়ছে। শেষ সময়ে প্রকাশকরা প্রস্তুতি সম্পূর্ণ করার জন্য ব্যস্ত সময় পার করছেন। পুরোদমে চলছে স্টল তৈরির কাজ। 

আজ শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণে সরেজমিন ঘুরে দেখা যায়, স্টল ও প্যাভিলিয়ন মালিকরা স্ব স্ব স্টল সাজাতে ব্যস্ত। কিছু স্টল তৈরির কাজ একেবারে শেষ পর্যায়ে আবার কিছু স্টল তৈরির কাজ চলমান। 

বাসস এর সাথে আলাপকালে বেশিরভাগ স্টল মালিকরা আগামীকাল মেলা উদ্বোধনের আগেই স্টল তৈরির কাজ শেষ করতে পারবেন বলে আশা ব্যক্ত করেছেন। 

ইত্যাদি প্রকাশনীর প্রকাশক জহিরুল আবেদীন জুয়েল বাসসকে বলেন, ‘ইত্যাদি প্রকাশন প্যাভিলিয়ন তৈরির সমস্ত ব্যবস্থা সম্পন্ন করেছে। মেলার উদ্বোধনের আগেই অন্যান্য কাজ সমাপ্ত হয়ে যাবে।’

তবে এই দৃশ্য সকল স্টল বা প্যাভিলিয়নে দেখা যায়নি। অনেক স্টলে এখনো ঠুক ঠুক পেরেক ঠুকতে দেখা গেছে।  
বইমেলার স্টল নির্মাণের সাথে সংশ্লিষ্ট আব্দুল হালিম বলেন, ‘স্টলের কাঠামো সম্পূর্ণ করতে তার আরও এক দিন সময় লাগবে এবং মেলা পুরোদমে শুরু হতে কমপক্ষে আরও পাঁচ দিন সময় লাগবে।’

কিছু কিছু স্টলের জন্য পিক আপ বা ভ্যানে করে মেলা প্রাঙ্গণে বই আনতে দেখা গেছে। 

যানবাহনের উপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ঢাবি: 

দর্শনার্থীদের জন্য বইমেলা উপভোগ্য করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পূর্ব আরোপিত যানবাহনের উপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে।

এই বিষয়ে ঢাবি প্রক্টর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ১ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাবি ক্যাম্পাসে প্রবেশের ক্ষেত্রে কোনও বিধিনিষেধ থাকবে না। শৃঙ্খলা বজায় রাখার জন্য ঢাবি কর্তৃপক্ষ মেট্রোপলিটন ট্রাফিকের সহযোগিতায় ক্যাম্পাস এলাকার ভেতরে যানবাহন পার্কিংয়ের অনুমতি দেবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, ঢাবি কর্তৃপক্ষ বইমেলার পার্কিং গ্রাউন্ড হিসেবে ব্যবহারের জন্য হাজী মুহম্মদ মুহসিন হলের মাঠ উন্মুক্ত করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভিয়েতনামে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে : মাসুদ সাঈদী
উজবেকিস্তানে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন
প্রধান উপদেষ্টার ঘোষণায় নির্বাচন নিয়ে দোদুল্যমানতা কেটে গেল : সালাহউদ্দিন আহমেদ
‘জুলাই সনদ’ চূড়ান্ত পর্যায়ে রয়েছে : প্রধান উপদেষ্টা
সিলেটে নানা আয়োজনে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উদযাপন
ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করে বৃহত্তর ঐক্যের দিকে এগিয়ে যেতে হবে:  শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি
দীর্ঘ ১৬ বছরের জুলুমের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ৫ আগস্ট : ড. মঈন খান
ক্যাম্পাসগুলো বন্ধের পর আন্দোলনের প্ল্যাটফর্ম হয়ে উঠে পুরো বাংলাদেশ : আসিফ মাহমুদ
কিছু মানুষ ও চিহ্নিত রাজনৈতিক দল ছাড়া সকলেই জুলাই মুক্তিযোদ্ধা : আব্দুল্লাহ তাহের
১০