জুলাই অভ্যুত্থানে নারীদের অংশগ্রহণ নিয়ে ছবি প্রদর্শনী

বাসস
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৩৭ আপডেট: : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:০৭
রাজধানীর দৃক গ্যালারিতে জুলাই আন্দোলনে নারীদের অংশগ্রহণ স্মরণ করতে 'জুলাই ম্যাসাকার আর্কাইভ' প্রদর্শনীর আয়োজন করে। ছবি: বাসস

ঢাকা, ১ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : জুলাই গণঅভ্যুত্থানে নারীদের অংশগ্রহণকে স্মরণ করতে রাজধানীর দৃক গ্যালারিতে তিন দিনব্যাপী এক ছবি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। 

‘জুলাই ম্যাসাকার আর্কাইভ’ নামের একটি গবেষণামূলক সংগঠন এই প্রদর্শনীটির আয়োজন করেছে। পহেলা ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে টানা তিন দিনব্যাপী চলবে এই প্রদর্শনী। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত এ প্রদর্শনী দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।

‘আ জার্নি থ্রো জুলাই’- শীর্ষক প্রদর্শনীতে স্থান পেয়েছে জুলাই অভ্যুত্থানে নারীদের অংশগ্রহণের বিভিন্ন স্থির চিত্র। কোটা সংস্কার আন্দোলন থেকে স্বৈরাচার পতনের এক দফা আন্দোলনে রূপান্তরের বিষয়টি মাথায় রেখে প্রদর্শনীটি সাজানো হয়েছে। 

এছাড়াও জুলাই আন্দোলন চলাকালে পৃথিবীর বিভিন্ন দেশের সংবাদমাধ্যমগুলো কেমন সংবাদ প্রচার করেছে, তার একটি সংক্ষিপ্ত গবেষণাও দেখানো হয়েছে এই আয়োজনে।

প্রদর্শনীটির সবচেয়ে আকর্ষণীয় বিষয় হিসেবে চোখে পড়েছে, পৃথিবীর বিভিন্ন দেশের আন্দোলনের সঙ্গে বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের সাদৃশ্য নিয়ে আয়োজন। 

আন্দোলনের সময় পুলিশি নিপীড়ন থেকে শুরু করে স্বৈরাচারের ব্যাপারে মানুষের ক্ষোভ প্রকাশের বৈশ্বিক ভাষা যে মিলেমিশে একাকার হয়ে গেছে- তা পাশাপাশি ছবি রাখার মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। এতে করে পৃথিবীর মুক্তিকামী মানুষের চিন্তার জগতের সাদৃশ্য বুঝতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেছে আয়োজকরা। 

পিঁপড়া নামক গবেষণা সংস্থা এই আয়োজনটি তৈরিতে সাহায্য করেছে।

আলোর ভোর ফাউন্ডেশনের সহায়তায় ‘জুলাই ম্যাসাকার আর্কাইভ’-এর ছবি প্রদর্শনীটি তিন দিনব্যাপী দৃক গ্যালারিতে সবার জন্য উন্মুক্ত থাকবে। ভবিষ্যতেও জুলাই অভ্যুত্থান নিয়ে বিভিন্ন আয়োজন করার পরিকল্পনার রয়েছে বলে জানান আয়োজকরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুই বাণিজ্য সংগঠনে প্রশাসক নিয়োগ মন্ত্রণালয়ের
কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধিতে বেড়েছে বিদ্যুৎ উৎপাদন: সচল বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিট
এসএসসি পরীক্ষায় যশোর বোর্ডে পাশের হার ৭৩.৬৯ শতাংশ
যাত্রাবাড়ীতে এক পরিবারের ৩ সদস্য অগ্নিদগ্ধ
ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এসএসসি পাশের হার ৫৮.২২ শতাংশ
নেত্রকোনার বিজয়পুর সীমান্ত দিয়ে ২১ জনকে পুশ-ইন করলো বিএসএফ
কিয়েভ হামলার পর রাশিয়ার ওপর দ্রুত নিষেধাজ্ঞা চান জেলেনস্কি
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,২৮৪
আগামীকাল শ্রীলংকার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
দোষ স্বীকার করে রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন
১০