ডা. দীপু মনির ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

বাসস
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৪৬
সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি। ফাইল ছবি

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনির নামে থাকা ১৬টি ব্যাংক একাউন্টের ২ কোটি ৩৯ লাখ ৫ হাজার ৫০২ টাকা অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। ১৬টি একাউন্টের মধ্যে ব্যাংক এশিয়ায় ১৫টি এবং ঢাকা ব্যাংকের একটি একাউন্ট রয়েছে।

আজ ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের পক্ষে সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান অবরুদ্ধের আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।

আবেদনে বলা হয়, দীপু মনি তার অস্থাবর সম্পদ সমূহ অন্যত্র স্থানান্তর, হস্তান্তর, বন্ধক বা বেহাত করার প্রচেষ্টা করছেন। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার ১৬টি ব্যাংক হিসাব অবিলম্বে অবরুদ্ধ করা আবশ্যক। দীপু মনি তার ১৬টি হিসাবে ৩১ কোটি ৯ লাখ ৩৭ হাজার ৬১৬ টাকা জমা করা হয়। এরমধ্যে তিনি ২৮ কোটি ৭০ লাখ ৫৫ হাজার ১১৫ টাকা উত্তোলন করেছেন। বর্তমানে এসব হিসাবে ২ কোটি ৩৯ লাখ ৫ হাজার ৫০২ টাকা রয়েছে।

গত ১৯ আগস্ট রাতে রাজধানীর বারিধারা থেকে দীপু মনিকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রস্তাবিত পাবলিক প্রকিউরমেন্ট রুলস, ২০২৫ নিয়ে সাংবাদিকদের অবহিত করল বিপিপিএ
সাতক্ষীরা সীমান্তে বিভিন্ন ভারতীয় মালামাল জব্দ  
আইনজীবী সপুর স্মরণে সুপ্রিম কোর্টে দোয়া ও আলোচনা সভা 
পটুয়াখালীতে শতাধিক অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ 
মুসলিম উম্মাহর ঐক্যে নবীজির (সা.) আদর্শ অনুসরণের আহ্বান
কক্সবাজারের উখিয়ায় বিজিবি’র মাদকবিরোধী অভিযানে ২ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার
সিলেটে প্রেস কাউন্সিলের আয়োজনে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
নীরবতা নয়, দরকার সহানুভূতিশীল সংলাপ: আত্মহত্যা প্রতিরোধ দিবসে বক্তারা
জাতিসংঘ পরিদর্শকদের পরমাণু স্থাপনায় প্রবেশ প্রত্যাখ্যান ইরানের
মুন্সীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা 
১০