বেরোবিতে শহিদ আবু সাঈদ বইমেলা শুরু হবে আগামীকাল

বাসস
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২৬
বেরোবিতে আগামীকাল শহিদ আবু সাঈদ বইমেলা শুরু হবে বলে জানান উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। ছবি: বাসস

রংপুর, ১৭ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)’র ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী শহিদ আবু সাঈদ স্মরণে এক বইমেলা আগামীকাল থেকে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে শুরু হবে। 

বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে প্রথমবারের মতো এই বইমেলা আগামীকাল ১৮ ফেব্রুয়ারি, মঙ্গলবার থেকে ২২ ফেব্রুয়ারি, শনিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ সম্মেলনে বেরোবি উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী একথা জানান।

তিনি আরো জানান, শহিদ আবু সাঈদ বইমেলার উদ্বোধন করবেন শহিদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন ও শহিদ ফেলানী খাতুনের বাবা নূর ইসলাম।

উপাচার্য বলেন, শহিদ আবু সাঈদের আত্মহুতির মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশে এই বইমেলা বাংলাদেশমুখী সাংস্কৃতিক অভিযাত্রার সূচনা করবে। প্রতিবছর এই বইমেলার মাধ্যমে উত্তরাঞ্চলের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি গোটা জাতির সামনে তুলে ধরা হবে।

তিনি আরো বলেন, বইপড়ার অভ্যাস ও লেখক-পাঠক সৃষ্টিতে এই বইমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সময় ও দূরত্বের কারণে যাদের ঢাকার অমর একুশে বইমেলায় যাওয়া সম্ভব হয় না, তাদের জন্য বই কেনা ও পড়ার বড় সুযোগ তৈরি করবে শহিদ আবু সাঈদ বইমেলা।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, এবছর সংক্ষিপ্ত সময়ের জন্য বইমেলার আয়োজন করা হলেও আগামীতে দীর্ঘ সময়ব্যাপী বইমেলার আয়োজন করা হবে। পাঁচদিনের বইমেলায় আলোচনা সভা, লেখক-পাঠক আড্ডা, আবৃত্তি, সাংস্কৃতিক আনুষ্ঠানের আয়োজনও থাকবে। এসব অনুষ্ঠানে খ্যাতিমান সাংবাদিক দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান ও দৈনিক যুগান্তর সম্পাদক কবি আবদুল হাই শিকদারসহ কবি-সাহিত্যিক, বুদ্ধিজীবীগণ আলোচক হিসেবে অংশগ্রহণ করবেন। এবারের বইমেলায় ৪০টি স্টল অংশ নিবে।

গতকাল বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শহিদ আবু সাঈদ বইমেলা আয়োজক কমিটির আহবায়ক প্রফেসর ড. মোঃ ইলিয়াস প্রামাণিক, সদস্য সচিব প্রফেসর ড. মোঃ শাহজামান, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ এমদাদুল হক,  রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জার্মানিতে দুইজনকে গুলি করে হত্যার পর হামলাকারীদের সন্ধানে অভিযান শুরু
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আসামি গ্রেফতারে অনুমতির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট
সাবেক প্রতিমন্ত্রী বিপুর ব্যাংক হিসাব অবরুদ্ধ, গাড়ি-এ্যাপার্টমেন্ট জব্দ
ব্যাংককে ভবনধস: সংশ্লিষ্ট কোম্পানির চীনা নির্বাহী গ্রেফতার
দিনমজুর থেকে ফল ব্যবসায়ী : সততা আর শ্রম দিয়ে মোখলেছ আজ স্বাবলম্বী
ট্রাম্পের আমলে অতি ধনী ও টেক জায়ান্টদের ওপর কর আরোপ থেমে গেছে
মার্কিন শুল্কনীতির কারণে বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমাতে পারে আইএমএফ: ব্লুমবার্গ
কুমিল্লায় আলুর ন্যায্য মূল্য নিয়ে বিপাকে কৃষকরা 
পুতিনের ইস্টার যুদ্ধবিরতির মধ্যেও রুশ হামলা অব্যাহত: জেলেনস্কি
গাজা সহায়তা নিয়ে হামাস নেতাদের সাথে তুরস্কের গোয়েন্দা প্রধানের বৈঠক
১০