বেরোবিতে শহিদ আবু সাঈদ বইমেলা শুরু হবে আগামীকাল

বাসস
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২৬
বেরোবিতে আগামীকাল শহিদ আবু সাঈদ বইমেলা শুরু হবে বলে জানান উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। ছবি: বাসস

রংপুর, ১৭ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)’র ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী শহিদ আবু সাঈদ স্মরণে এক বইমেলা আগামীকাল থেকে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে শুরু হবে। 

বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে প্রথমবারের মতো এই বইমেলা আগামীকাল ১৮ ফেব্রুয়ারি, মঙ্গলবার থেকে ২২ ফেব্রুয়ারি, শনিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ সম্মেলনে বেরোবি উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী একথা জানান।

তিনি আরো জানান, শহিদ আবু সাঈদ বইমেলার উদ্বোধন করবেন শহিদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন ও শহিদ ফেলানী খাতুনের বাবা নূর ইসলাম।

উপাচার্য বলেন, শহিদ আবু সাঈদের আত্মহুতির মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশে এই বইমেলা বাংলাদেশমুখী সাংস্কৃতিক অভিযাত্রার সূচনা করবে। প্রতিবছর এই বইমেলার মাধ্যমে উত্তরাঞ্চলের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি গোটা জাতির সামনে তুলে ধরা হবে।

তিনি আরো বলেন, বইপড়ার অভ্যাস ও লেখক-পাঠক সৃষ্টিতে এই বইমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সময় ও দূরত্বের কারণে যাদের ঢাকার অমর একুশে বইমেলায় যাওয়া সম্ভব হয় না, তাদের জন্য বই কেনা ও পড়ার বড় সুযোগ তৈরি করবে শহিদ আবু সাঈদ বইমেলা।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, এবছর সংক্ষিপ্ত সময়ের জন্য বইমেলার আয়োজন করা হলেও আগামীতে দীর্ঘ সময়ব্যাপী বইমেলার আয়োজন করা হবে। পাঁচদিনের বইমেলায় আলোচনা সভা, লেখক-পাঠক আড্ডা, আবৃত্তি, সাংস্কৃতিক আনুষ্ঠানের আয়োজনও থাকবে। এসব অনুষ্ঠানে খ্যাতিমান সাংবাদিক দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান ও দৈনিক যুগান্তর সম্পাদক কবি আবদুল হাই শিকদারসহ কবি-সাহিত্যিক, বুদ্ধিজীবীগণ আলোচক হিসেবে অংশগ্রহণ করবেন। এবারের বইমেলায় ৪০টি স্টল অংশ নিবে।

গতকাল বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শহিদ আবু সাঈদ বইমেলা আয়োজক কমিটির আহবায়ক প্রফেসর ড. মোঃ ইলিয়াস প্রামাণিক, সদস্য সচিব প্রফেসর ড. মোঃ শাহজামান, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ এমদাদুল হক,  রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পঞ্চগড় সীমান্ত দিয়ে ১৫ জনকে পুশইন করেছে বিএসএফ
পবিত্র আশুরা উপলক্ষ্যে আগামীকাল জাতীয় মসজিদে আলোচনা ও দোয়া মাহফিল
রাঙ্গুনিয়ার পলাতক আওয়ামী লীগ নেতা আইয়ুব গ্রেফতার
চট্টগ্রামে আশুরার তাজিয়া মিছিলে অস্ত্র বহন ও আতশবাজি নিষিদ্ধ
ঢাবিতে আন্তঃহল সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা সম্পন্ন
চট্টগ্রামের সাতকানিয়ায় বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু
শহীদদের রক্তের সঙ্গে কাউকে বেঈমানি করতে দেবো না: কুমিল্লায় শফিকুর রহমান
ভয়াবহ দাবানলের কারণে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে সিরিয়ার কর্তৃপক্ষ
নড়াইলে এনসিপি’র কেন্দ্রীয় নেতাদের লিফলেট বিতরণ
মুন্সীগঞ্জে আব্দুল হাকিম বিক্রমপুরির মৃত্যু বার্ষিকী উপলক্ষে বৃত্তি প্রদান 
১০