শিশুকে সুশিক্ষিত করতে শিক্ষাকে আনন্দময় করতে হবে : গণশিক্ষা উপদেষ্টা

বাসস
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৪২
সোমবার গাজীপুরের শ্রীপুরের মাওনায় ড্রিম স্কয়ার রিসোর্টে ‘রিডিং কনফারেন্স-২০২৫’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা দেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। ছবি: বাসস

ঢাকা, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় আনন্দময় পরিবেশে শিক্ষা প্রদানের ওপর গুরুত্ব আরোপ করেছেন।

তিনি বলেন, শিশুকে সুশিক্ষিত করে তুলতে হলে শিক্ষাকে আনন্দময় করে তুলতে হবে। শিশুর পরবর্তী জীবনের সাফল্য এবং মানসিক বিকাশে পাঠাভ্যাসও জরুরি। 

সোমবার গাজীপুরের শ্রীপুরের মাওনায় ড্রিম স্কয়ার রিসোর্টে ‘রিডিং কনফারেন্স-২০২৫’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।  

ডা. বিধান রঞ্জন রায় বলেন, শিক্ষার মূলভিত্তি হলো পাঠাভ্যাস, যা শিশুর অ্যাকাডেমিক সাফল্য ও মানসিক বিকাশের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান।

পাঠাভ্যাসের ওপর গুরুত্বারোপ করে উপদেষ্টা বলেন, মানসম্মত শিক্ষার জন্য প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের যথাযথ পঠন-দক্ষতা ও পাঠাভ্যাস উন্নয়নে গুরুত্বপূর্ণ একটি বিষয়। পড়ার দক্ষতা ছাড়া একদিকে যেমন পড়ার অভ্যাস গড়ে তোলা সম্ভব নয়, তেমনি পাঠাভ্যাসের মাধ্যমেই কেবল শিক্ষার্থীদের পঠন-দক্ষতার উত্তরোত্তর সমৃদ্ধি সম্ভব।

তিনি বলেন, তাত্ত্বিক আলোচনা, গবেষণালব্ধ প্রমাণ এবং মাঠপর্যায়ের অভিজ্ঞতার সমন্বয়ে এ উদ্যোগ একটি টেকসই, কার্যকর এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষাব্যবস্থার ভিত্তি গড়ে তুলতে সহায়ক হবে। সম্মেলন থেকে অর্জিত জ্ঞান ও সুপারিশ প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে একটি কার্যকর কর্মপরিকল্পনা গঠনে সহায়তা করবে বলে উপদেষ্টা উল্লেখ করেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আব্দুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পিইডিপি-৪) মো.আতিকুর রহমান, ‘রুম টু রিড বাংলাদেশ’র কান্ট্রি ডিরেক্টর রাখী সরকার, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক (চলতি দায়িত্ব) জিয়া আহমেদ সুমন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক হোসনে আরা বেগম এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি) ড. মো. আতাউল গনি বক্তৃতা করেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও রুম টু রিড বাংলাদেশ ‘স্বাধীন পাঠক তৈরি: পঠন দক্ষতা ও পাঠাভ্যাস উন্নয়নে সম্মিলিত ও সমন্বিত প্রয়াস’ যৌথভাবে ‘রিডিং কনফারেন্স-২০২৫’ আয়োজন করে।

দু’দিনব্যাপী রিডিং কনফারেন্সে শিক্ষা নিয়ে কর্মরত বিভিন্ন সংস্থার প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষা কর্মকর্তাসহ ১শ’ ৪০ জন কনফারেন্সে অংশ নিচ্ছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা
ঢাকা-বরিশাল মহাসড়কে বাস- ট্রাকের সংঘর্ষে নিহত ১, আহত ১০
ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি ইসরাইলি সেনাবাহিনীর
রাজশাহীতে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার 
লিগ্যাল এইডের মাধ্যমে শ্রমিকদের ৪,৪৮৪ মামলায় আইনি সহায়তা
মুন্সীগঞ্জে ভোটার বেড়েছে ৭৭ হাজার ৮৬৭ জন
বান্দরবানে বৌদ্ধ সম্প্রদায়ের মাঝে বিএনপির উপহার বিতরণ
বাগেরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত
এগ্রিকালচারিষ্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কমিটি ঘোষণা
টাঙ্গাইলে ধলেশ্বরী নদীতে গোসলে নেমে ৩ কিশোরী নিখোঁজ
১০