নড়াইল, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে আজ নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ে স্কুলের আয়োজনে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ৩টায় বিদ্যালয় চত্ব¡রে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শারমিন আক্তার জাহান।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মহীউদ্দিনের সভাপতিত্বে অভিভাবক সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মো: আহসান মাহমুদ রাসেল ও জেলা শিক্ষা অফিসার মো: জাহাঙ্গীর আলম।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আমাদা আদর্শ কলেজের অধ্যক্ষ মো: আল ফয়সাল খান, নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো: নাসির উদ্দিন খান, সিনিয়র শিক্ষক মো: আসলাম হোসেন, অমল কান্তি নাগ, শক্তিপদ বিশ্বাস, বল্লারটোপ আইডিয়াল কলেজের জ্যেষ্ঠ প্রভাষক মঞ্জুরুল করিম,ছাত্র অভিভাবক মাসুদুর রহমান, ফাতেমা আক্তার।
অষ্টম শ্রেণী, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।