ঢাকা, ২৪ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস): চব্বিশের ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে বগুড়ায় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে আহত ৯ম শ্রেণির শিক্ষার্থী লেমনকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিয়েছে ‘আমরা বিএনপি পরিবার’।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’র প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল আজ সোমবার দুপুরে বগুড়া জেলার গাবতলী উপজেলার পদ্মপাড়া গ্রামে এক অনুষ্ঠানের মাধ্যমে আহত শিক্ষার্থী লেমনকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন। এসময় আরও উপস্থিত ছিলেন, সংগঠনের সদস্য মাসুদ রানা লিটন ও মুস্তাকিম বিল্লাহ।
আতিকুর রহমান রুমন বলেন, ‘আমরা তারেক রহমানের পক্ষ থেকে চব্বিশের গণ-আন্দোলনে আহত ৯ম শ্রেণির শিক্ষার্থী লেমনের কাছে আর্থিক সহায়তা দিতে এসেছি। এছাড়া একজন পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার দেয়া হয়েছে।’
তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া প্রার্থনা করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, সাবেক ছাত্রনেতা হাসানুজ্জামান পলাশ, মাহবুবুর রহমান, সাজেদুর রহমান মহান, এএইচ এম নুরুল, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সম্পাদক মশিউর রহমান মহান, ঢাকা কলেজ ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল বিসবাহসহ বগুড়া জেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে শেষে ‘পদ্মপাড়া জেড ফোর্স’-এর উদ্যোগে স্থানীয়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।