চসিক ১৪ জনকে একুশে সম্মাননা পদক ও সাহিত্য পুরস্কার দিচ্ছে

বাসস
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৪৫

চট্টগ্রাম, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উদ্যোগে এবার অমর একুশে স্মারক সম্মাননা পদক ও সাহিত্য পুরস্কার দেওয়া হচ্ছে ১৪ জনকে।

আগামী বুধবার নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম চত্বরে চলমান অমর একুশে বইমেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হবে।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, একুশে সম্মাননা পদক পাচ্ছেন ৮ জন, আর বাকি ৬ জন পাচ্ছেন সাহিত্য পুরস্কার। বুধবার বিকেলে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাদের হাতে সম্মাননা তুলে দেবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।

একুশে স্মারক সম্মাননা পদক পাচ্ছেন, ভাষা আন্দোলনে বদিউল আলম চৌধুরী (মরণোত্তর), সমাজসেবা ও গবেষণায় প্রফেসর ড. সুকোমল বড়ুয়া, চিকিৎসা বিজ্ঞানে অধ্যাপক ডা. ইমরান বিন ইউনুস, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা আন্দোলনে বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ চৌধুরী, সমাজসেবায় লায়ন কামরুন মালেক, সংগীতে নকিব খান, সাংবাদিকতায় জাহিদুল করিম কচি ও ক্রীড়ায় তামিম ইকবাল খান।

সাহিত্যক্ষেত্রে অবদানের জন্য কথাসাহিত্যে প্রফেসর আসহাব উদ্দীন (মরণোত্তর), প্রবন্ধ ও গবেষণায় প্রফেসর ড. সলিমুল্লাহ খান, শিশু সাহিত্যে মিজানুর রহমান শামীম, শিশু-চিকিৎসা সাহিত্যে প্রফেসর ডা. প্রণব কুমার চৌধুরী, কবিতায় জিল্লুর রহমান, অনুবাদে ফারজানা রহমান শিমু পুরস্কার পাচ্ছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিয়ের মেহেদী হাতেই প্ল্যাকার্ড ধরেছি, টিয়ারশেল খেয়েছি : লামিয়া ইসলাম
ফেনীতে ১৫শ রোগীকে ফ্রি চিকিৎসা বিজিবির
চাঁপাইনবাবগঞ্জে ভটভটি উল্টে চালক নিহত, আহত ৬ জন
শ্রীলংকার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়ের লক্ষ্য বাংলাদেশের
চাঁপাইনবাবগঞ্জে ভটভটি উল্টে চালক নিহত, আহত ৬ জন
মুন্সীগঞ্জে ৪ মাদক কারবারিকে সশ্রম কারাদণ্ড
জাবি’র আন্দোলনের ধারা বদলে যায় মালিহার ফেসবুক লাইভে
নওগাঁয় ‘জুলাই পুনর্জাগরণ’ উপলক্ষে কর্মসূচি ঘোষণা
সাতক্ষীরায় বজ্রপাতে মৎস্য ঘের কর্মচারীর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহিদ স্মৃতি স্তম্ভ নির্মাণ কাজের উদ্বোধন
১০