রংপুরে মেধাবী সন্তানদের মধ্যে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের শিক্ষাবৃত্তির চেক বিতরণ

বাসস
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২০:০২
সোমবার রংপুরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৮ জেলার সাংবাদিকদের ৬৩ জন মেধাবী সন্তানদের মধ্যে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়। ছবি: বাসস

রংপুর, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : রংপুর বিভাগের আট জেলার সাংবাদিকদের ৬৩ জন মেধাবী সন্তানদের মধ্যে আজ শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে। এ সময় ঠাকুরগাঁওয়ের ১০ জন সাংবাদিকের মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়। 

রংপুরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট সাংবাদিক মুহাম্মদ আবদুল্লাহ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল।

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও রংপুর সাংবাদিক ইউনিয়ন যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। 

সাংবাদিক মুহাম্মদ আবদুল্লাহ বলেন, সাংবাদিকদের পরিবারের ওপর অর্থনৈতিক চাপ কমাতে সরকার সাংবাদিকদের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি চালু করেছে। ট্রাস্টের নীতিমালা অনুসারে ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত সাংবাদিকদের সন্তানেরা এই শিক্ষাবৃত্তির অন্তর্ভুক্ত।

সাংবাদিকদের অনুদান প্রসঙ্গে তিনি বলেন, কোনো অসুস্থ কিংবা অসচ্ছল সাংবাদিক এবং মৃত সাংবাদিকের পরিবারের সদস্য কল্যাণ অনুদানের জন্য যেকোনো সময় নির্ধারিত ফর্মে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টে আবেদন করতে পারবেন। আবেদন বিবেচনার ভিত্তিতে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এই কল্যাণ অনুদান মঞ্জুর করবে। সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের কল্যাণ অনুদানপ্রাপ্তি একটি চলমান প্রক্রিয়া।

তিনি প্রবীণ সাংবাদিকদের অবসরকালীন ভাতা প্রসঙ্গে বলেন, সাংবাদিক অনেকে কম বেতন পান। ফলে তাদের পরিবার পরিচালনা করা কষ্টকর। এজন্য প্রবীণ সাংবাদিকদের অবসরকালীন মাসিক ভাতা প্রদানে সরকার কাজ করছে। এছাড়াও সাংবাদিকতাকে উৎসাহিত করতে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট সাংবাদিকদের ফেলোশিপ প্রদানের উদ্যোগ নিয়েছে।

তিনি বস্তুনিষ্ঠ, সত্য তথ্য প্রচার এবং সমাজের প্রকৃত চিত্র তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শরীফ উদ্দিন এবং রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রংপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান।

অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, সাংবাদিকদের সন্তানেরা আজ যে বৃত্তি পাচ্ছেন, তারা আগামীদিনে দেশের ভবিষ্যৎ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি, সাংবাদিকরা যেন  তাদের পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেন, সে বিষয়েও তিনি সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা শিক্ষাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের সাফল্য কামনা করেন এবং সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এই মহৎ উদ্যোগকে স্বাগত জানান। 

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, সাংবাদিকদের মেধাবী সন্তান ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, চেক বিতরণ কর্মসূচির আওতায় এ পর্যন্ত সারাদেশের ৩০৫ জন সাংবাদিকের মেধাবী সন্তানদের জন্য মেধাক্রমের ভিত্তিতে শিক্ষাবৃত্তির ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে আজ সোমবার রংপুর বিভাগের সাংবাদিকদের ৬৩জন মেধাবী সন্তানকে শিক্ষাবৃত্তির চেক এবং ঠাকুরগাঁওয়ের ১০ জন সাংবাদিকের মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিয়ের মেহেদী হাতেই প্ল্যাকার্ড ধরেছি, টিয়ারশেল খেয়েছি : লামিয়া ইসলাম
ফেনীতে ১৫শ রোগীকে ফ্রি চিকিৎসা বিজিবির
চাঁপাইনবাবগঞ্জে ভটভটি উল্টে চালক নিহত, আহত ৬ জন
শ্রীলংকার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়ের লক্ষ্য বাংলাদেশের
চাঁপাইনবাবগঞ্জে ভটভটি উল্টে চালক নিহত, আহত ৬ জন
মুন্সীগঞ্জে ৪ মাদক কারবারিকে সশ্রম কারাদণ্ড
জাবি’র আন্দোলনের ধারা বদলে যায় মালিহার ফেসবুক লাইভে
নওগাঁয় ‘জুলাই পুনর্জাগরণ’ উপলক্ষে কর্মসূচি ঘোষণা
সাতক্ষীরায় বজ্রপাতে মৎস্য ঘের কর্মচারীর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহিদ স্মৃতি স্তম্ভ নির্মাণ কাজের উদ্বোধন
১০