বিএনপি ক্ষমতায় আসলে সকল বৈষম্যের অবসান হবে: কাজী রফিক

বাসস
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২২:০৪

বগুড়া, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪ (বাসস) : সারিয়াকান্দি-সোনাতলা আসনের সাবেক সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম বলেছেন, বিএনপি ক্ষমতায় আসলে সকল বৈষম্যের অবসান হবে। 

তিনি বলেন, দীর্ঘদিন বিএনপি সরকার গঠন করতে না পারায় শুধু সারিয়াকান্দি-সোনাতলা নয়, বগুড়ার কোনো উন্নয়ন হয়নি।

তিনি আজ সোমবার বগুড়ার সারিয়াকান্দিতে নান্দিনার চর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কর্ণিবাড়ি ইউনিয়ন কৃষকদল আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।

কাজী রফিকুল ইসলাম বলেন, সারিয়াকান্দির কৃষকদের সুবিধার্থে শস্য হিমাগার স্থাপন করা হবে। সারিয়াকান্দি কৃষি কেন্দ্রিক উপজেলা হওয়া সত্ত্বেও এই এলাকার কৃষকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে। সারিয়াকান্দির কৃষকদের দীর্ঘদিনের দাবি ছিল ফসলের সঠিক দাম নিশ্চিত করতে হবে। আর বিএনপি ক্ষমতায় আসলে সকল ধরনের বৈষম্যের অবসান ঘটিয়ে সারিয়াকান্দি সহ বগুড়া জেলার উন্নয়ন হবে।

আগামীতে বিএনপি সরকার গঠন করলে সারিয়াকান্দির চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নের দিকে নজর দেয়া হবে উল্লেখ করে তিনি বলেন, চর এলাকার রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট, শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে উন্নয়ন ঘটানো সম্ভব হবে। চরাঞ্চলের শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার জন্য কলেজ স্থাপন করা হবে। এছাড়াও নদী তীর সংরক্ষণ করে নদীকে শাসনের আওতায় নিয়ে নদী ভাঙন রোধ করার উদ্যোগ নেয়া হবে।

কর্ণিবাড়ি ইউনিয়ন কৃষকদলের সভাপতি ফরহাদ হোসেন তালুকদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সারিয়াকান্দি উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি ও বগুড়া জেলা বিএনপি'র সদস্য কাজী এরফানুর রহমান রেন্টু, সাবেক সাধারণ সম্পাদক সাহাজাত হোসেন পল্টন, সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারাজুল ইসলাম ফনি, যুগ্ম আহ্বায়ক এম রুবেল আলম, উপজেলা কৃষক দলের আহ্বায়ক খাদেমুল ইসলাম পিন্টু প্রমুখ। কর্ণিবাড়ি ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ সমাবেশ সঞ্চালনা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফটিকছড়ি উপজেলা বিএনপির গণসংযোগ 
চুয়াডাঙ্গার বিএনপি নেতা মির্জা শিপলুর মৃত্যুতে মহাসচিবের শোক
শহীদ আবরার স্মরণে জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মসূচি ঘোষণা
নাহিদ ইসলামের বক্তব্য বিকৃতভাবে প্রচার শনাক্ত: বাংলাফ্যাক্ট
কলাপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ঢেউটিন ও আর্থিক সহায়তা 
শেরপুর সদরের বলাইরচরে গণসংযোগ বিএনপির
লালমনিরহাটে আকস্মিক বন্যায় ১০ হাজার পরিবার পানিবন্দি
পাকিস্তানকে ৮৮ রানে হারিয়েছে ভারত
ঢাকা মহানগরীতে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ৫হাজার ৫৫৮টি মামলা নিষ্পত্তি
আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ
১০