জাতীয় সংসদ নির্বাচন করা অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব: ড. খন্দকার মোশারফ হোসেন

বাসস
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:০০

মুন্সীগঞ্জ, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন করা নয়, জাতীয় সংসদ নির্বাচন করা অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব। তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচন আগে দিতে হবে এবং তা আগামী ডিসেম্বরের মধ্যে হতে হবে।

তিনি আজ সোমবার মুন্সীগঞ্জ বাসষ্ট্যান্ডে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন। জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহার সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন, ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক সাইদুল আলম বাবুল, মীর শরাফত আলী সপু, শহর বিএনপির আহ্বায়ক এরাদত হোসেন মানু, সদর বিএনপির সম্পাদক সাইদুর ফকীর, জেলা যুবদলের সদস্য সচিব মাসুদ রানা।

ড. খন্দকার মোশারফ হোসেন এ সময় বলেন, জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় গেলে দেশের প্রয়োজনে প্রয়োজনীয় সংস্কার করবে। কেউ কেউ স্থানীয় সরকারের নির্বাচন আগে করা কথা বলছে-সময়মতো নির্বাচন হলে তারা হারিয়ে যাবে।

তিনি বলেন, আওয়ামী লীগ ১৬ বছরে বিএনপিকে ধ্বংস করতে চেয়েছিল, কিছু পারেনি। দেশকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতির সামনে ৩১ দফা ঘোষনা করেছেন। ৩১ দফা আমাদের মুক্তির সনদ। তিনি এ সময় বিএনপি নেতা-কর্মীদের সকল ধরনের অপকর্ম থেকে বিরত থাকার আহ্বান জানান।

ড. খন্দকার মোশারফ হোসেন আরো  বলেন, জনগণ নির্বাচনমুখী হলে দেশের আইনশৃংখলা স্বাভাবিক হবে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসবে। তিনি বলেন, দেশে নির্বাচন নিয়ে নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুনামগঞ্জের দোয়ারাবাজারে খেলা নিয়ে সংঘর্ষ, নিহত ২
খুলনায় খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন জনগণ মেনে নেবে না : গোলাম পরওয়ার
খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে শেরপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
রাজশাহীতে খালেদা জিয়ার জন্মদিনে যুবদল ও ছাত্রদলের দোয়া মহফিল
মাহেরিন চৌধুরীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
আড়াই মাসে গাজায় ১৭৬০ জন নিহত : জাতিসংঘ
আহত হাতিকে চিকিৎসা দিতে গিয়ে বনকর্মী ও চিকিৎসকসহ আহত ১৫
খালেদা জিয়ার জন্মদিনে সারাদেশে বিএনপির উদ্যোগে মিলাদ ও দেয়া মাহফিল
বেগম খালেদা জিয়ার জন্মদিনে সিলেট জেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল
১০