আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকারকে আরো কঠোর হতে হবে - শামসুজ্জামান দুদু

বাসস
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:১২

রংপুর, ২৪ ফেব্রুয়ারি,২০২৫, (বাসস) : বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকারকে আরো কঠোর হতে হবে। পরাজিত অপশক্তি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাদেরকে আইনের আওতায় এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। 

আজ সোমবার বিকেলে রংপুর দর্শনা মোড়ে বছিরন নেছা উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের প্রভোস্ট ড. আব্দুল্লাহ আল মামুনের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

শামসুজ্জামান দুদু বলেন, আবু সাঈদ দেশের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে আমরা  ফ্যাসিবাদকে পরাজিত করেছি। দেশে গণতন্ত্র ফিরে আসার সম্ভাবনা দেখা দিয়েছে। এজন্য আমরা সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত। কিন্তু আওয়ামী লীগের দোসররা যেভাবে মাথা চাড়া দেয়ার চেষ্টা করছে, তা সরকার এবং আমাদের সবার জন্য অশনি সংকেত। ওদের বিরুদ্ধে এখনই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান তিনি।  

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামছুজ্জামান সামু, জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিসুর রহমান লাকু। 


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভারোত্তোলনকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চান আনিসুর
তিস্তার ভাঙন রোধে সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে: সৈয়দা রিজওয়ানা হাসান
ঢাবি অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের পরিচিতি সভা
বিয়ের মেহেদী হাতেই প্ল্যাকার্ড ধরেছি, টিয়ারশেল খেয়েছি : লামিয়া ইসলাম
ফেনীতে ১৫শ রোগীকে ফ্রি চিকিৎসা বিজিবির
শ্রীলংকার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়ের লক্ষ্য বাংলাদেশের
চাঁপাইনবাবগঞ্জে ভটভটি উল্টে চালক নিহত, আহত ৬ জন
মুন্সীগঞ্জে ৪ মাদক কারবারিকে সশ্রম কারাদণ্ড
জাবি’র আন্দোলনের ধারা বদলে যায় মালিহার ফেসবুক লাইভে
নওগাঁয় ‘জুলাই পুনর্জাগরণ’ উপলক্ষে কর্মসূচি ঘোষণা
১০