পিরোজপুরে পৃথক অগ্নিকাণ্ডে ৪২টি দোকান ভস্মীভূত

বাসস
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:২৬ আপডেট: : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৫১
পিরোজপুরে পৃথক অগ্নিকাণ্ডে ৪২টি দোকান ভস্মীভূত। ছবি: বাসস

পিরোজপুর, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): জেলার সদর উপজেলা ও নেছারাবাদ উপজেলায় পৃথক দুটি অগ্নিকাণ্ডে প্রায়  ৪২টি দোকান ভস্মীভূত হয়েছে।

গতকাল সোমবার রাত ১১ টার দিকে সদর উপজেলার পাঁচপাড়া বাজারে এবং আজ মঙ্গলবার ভোর ৬টার দিকে নেছারাবাদ উপজেলার মিয়ারহাট বাজারে  এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে পাঁচপাড়া বাজারে মুদি, মনোহরদী, স্বর্ণ ও বইয়ের দোকান সহ ১১টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। ভুক্তভোগীদের অভিযোগ ইচ্ছাকৃতভাবে কেউ দোকান ঘরগুলোতে আগুন লাগিয়ে দিয়েছে। এছাড়া পার্শ্ববর্তী নাজিরপুর ফায়ার স্টেশন থেকে দেরিতে ফায়ার ফাইটার আসায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।

অন্যদিকে ভোর ৬টার দিকে মিয়ারহাট বাজারে একটি দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়।এতে আগুন দ্রুত বাজারে ছড়িয়ে পড়ে।খবর পেয়ে নেছারাবাদ, কাউখালী, বানারীপাড়া, পিরোজপুর এবং বরিশাল ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে বিভিন্ন ধরনের ৩০-৩৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। 

এলাকাটি নদী বেষ্টিত হওয়ায় ফেরি পার হয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হওয়ায় দ্রুত আগুন নেভানো সম্ভব হয়নি। সদর উপজেলার পাঁচপড়া বাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় পিরোজপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত উপসহকারী পরিচালক যুগল বিশ্বাস বলেন, খবর পাওয়ার সাথে সাথেই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। অগ্নিকাণ্ডে ১১টি দোকান পুড়ে গেছে এবং এতে আনুমানিক ১৫-২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

অন্যদিকে নেছারাবাদের অগ্নিকাণ্ডের ঘটনায় বরিশাল ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মো.বেলাল উদ্দিন বলেন, ধারণা করা হচ্ছে মাসুদ নামের একটি ইলেক্ট্রিক দোকান থেকে শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

অগ্নিকাণ্ডে ৩০-৩৫ টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ব্যবসায়ীদের ক্ষতির পরিমাণ প্রায় দেড় কোটি টাকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্বাধীনতা কাপ ভলিবলের ফাইনালে বিমান ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড
গুমসহ মানবতাবিরোধী অপরাধের বিচার সরকারের অগ্রাধিকার তালিকায় রয়েছে: আইন উপদেষ্টা
র‌্যাংকিংয়ে উন্নতি বাংলাদেশের নাহিদা-শারমিন-রিতুর
উইজডেনের বর্ষসেরা বুমরাহ ও মান্ধানা
স্থানীয়ভাবে গুজব ও অপতথ্য মোকাবিলায় জেলা তথ্য অফিসসমূহকে কাজ করতে হবে: তথ্য উপদেষ্টা 
পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন প্রধান উপদেষ্টা
১ মে ঢাকায় ‘বিশাল জনসভা’ করবে বিএনপি
গিলের ব্যাটিংয়ে শীর্ষ স্থান ধরে রেখেছে গুজরাট
গুলশানে ডিএনসিসির রাস্তা ও ফুটপাতের ২০০টি অবৈধ দোকান উচ্ছেদ
ছাত্র-শিক্ষকই হলো শিক্ষার মূল অনুষঙ্গ: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
১০