ঝিনাইদহে আগুনে পুড়ে ১২ বিঘা পানের বরজ ছাই

বাসস
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:০৭
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় আগুনে পুড়ে গেছে ১২ বিঘা পানের বরজ। ছবি: বাসস

ঝিনাইদহ, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): জেলার কালীগঞ্জ উপজেলায় পানের বরজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে প্রায় ১২ বিঘা জমির পান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ৭ জন পানচাষী।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মোস্তবাপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে পাশে পানের বরজে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের ১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানায়, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা কেউ জানে না। সকাল ১০টার দিকে আকস্মিক ভাবে একটি পানের বরজে আগুন লাগে। মুহূর্তেই আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। এতে ৭ জন চাষীর প্রায় ১২ বিঘার মত জমির পানের বরজ পুড়ে গেছে।

ক্ষতিগ্রস্ত কৃষক আমজেদ আলি বলেন, আমরা নিঃস্ব হয়ে গেছি। কীভাবে আগুন লেগেছে কেউ জানে না। আগুনে বরজ এমনভাবে পুড়েছে কোন কিছু অবশিষ্ট নেই। বরজে সব ধরন্ত পান ছিল।

এ বিষয়ে কালিগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রবিউল ইসলাম বলেন, আগুন ধরার সংবাদ শোনার পর ক্ষতিগ্রস্ত পানের বরজে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছি। তবে আগুনের সূত্রপাত জানা যায়নি।

কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। আগুনে পানের বরজের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা তদন্ত শুরু করেছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুনামগঞ্জের দোয়ারাবাজারে খেলা নিয়ে সংঘর্ষ, নিহত ২
খুলনায় খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন জনগণ মেনে নেবে না : গোলাম পরওয়ার
খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে শেরপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
রাজশাহীতে খালেদা জিয়ার জন্মদিনে যুবদল ও ছাত্রদলের দোয়া মহফিল
মাহেরিন চৌধুরীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
আড়াই মাসে গাজায় ১৭৬০ জন নিহত : জাতিসংঘ
আহত হাতিকে চিকিৎসা দিতে গিয়ে বনকর্মী ও চিকিৎসকসহ আহত ১৫
খালেদা জিয়ার জন্মদিনে সারাদেশে বিএনপির উদ্যোগে মিলাদ ও দেয়া মাহফিল
বেগম খালেদা জিয়ার জন্মদিনে সিলেট জেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল
১০