রংপুরে দিনব্যাপী বিভাগীয় বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৫২
বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি মেলা।ছবি : বাসস

রংপুর, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : তরুণদের একই প্ল্যাটফর্মে এনে জাতীয় উন্নয়নে ঐক্যবদ্ধ করার লক্ষ্য নিয়ে বিভাগীয় নগরী রংপুরে তারুণ্যের উৎসব ২০২৫ উদ্যাপন উপলক্ষ্যে দিনব্যাপী বিভাগীয় বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি মেলার আয়োজন করা হয়েছে।

আজ মঙ্গলবার এ উপলক্ষ্যে রংপুর বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে রংপুরের বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আশরাফুল ইসলাম। রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয় এই বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি মেলার আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, তরুণরাই দেশের ভবিষ্যৎ। তারুণ্যের উৎসবের উদ্দেশ্য দেশের প্রতিটি তরুণকে একই প্ল্যাটফর্মে এনে জাতীয় উন্নয়নের লক্ষ্যে ঐক্যবদ্ধ করা। এই মেলা তরুণদের সৃজনশীল চিন্তাধারা ও উদ্ভাবনী শক্তি বিকাশের সুযোগ তৈরি করবে। জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি তরুণদের অনুরাগ বৃদ্ধি এবং সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রযুক্তি প্রসঙ্গে তিনি বলেন, বিজ্ঞানের বাস্তব প্রয়োগই প্রযুক্তি। প্রতিনিয়ত নতুন নতুন প্রযুক্তি আমাদের জীবনযাত্রাকে সহজ, নিরাপদ এবং উন্নত করছে। এজন্য তিনি শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ে গুরুত্ব দেওয়ার জন্য আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন স্থানীয় সরকার রংপুর বিভাগের পরিচালক মো. আবু জাফর, রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের উপ-পরিচালক মোহাঃ আবদুর রশিদ প্রমুখ।

অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, দর্শনার্থী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দিনব্যাপী এই মেলায় রংপুর বিভাগের আট জেলার বিভিন্ন স্কুলের বিজ্ঞান বিষয়ক ১৬টি স্টল স্থান
পায়।

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
র‌্যাংকিংয়ে উন্নতি বাংলাদেশের নাহিদা-শারমিন-রিতুর
উইজডেনের বর্ষসেরা বুমরাহ ও মান্ধানা
স্থানীয়ভাবে গুজব ও অপতথ্য মোকাবিলায় জেলা তথ্য অফিসসমূহকে কাজ করতে হবে: তথ্য উপদেষ্টা 
পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন প্রধান উপদেষ্টা
১ মে ঢাকায় ‘বিশাল জনসভা’ করবে বিএনপি
গিলের ব্যাটিংয়ে শীর্ষ স্থান ধরে রেখেছে গুজরাট
গুলশানে ডিএনসিসির রাস্তা ও ফুটপাতের ২০০টি অবৈধ দোকান উচ্ছেদ
ছাত্র-শিক্ষকই হলো শিক্ষার মূল অনুষঙ্গ: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে ইন্টারপোলের ‘রেড নোটিশ’ জারি
ভবদহ এলাকার জলাবদ্ধতার স্থায়ী সমাধানে সম্ভাব্যতা যাচাই করছি: পরিবেশ উপদেষ্টা
১০