রংপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপিত

বাসস
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:০১

রংপুর, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫(বাসস): ‘তরুণদের দেশ গড়ার অঙ্গীকার, জনসেবায় স্থানীয় সরকার’—এই প্রতিপাদ্যে রংপুরে ‘জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৫’ উদযাপিত হয়েছে।

মঙ্গলবার রংপুরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রংপুর জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রংপুরের স্থানীয় সরকার উপপরিচালক মোঃ ময়নুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় উপপরিচালক বলেন, স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর হলো ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন পরিষদের সম্পদগুলোকে কাজে লাগানোর পাশাপাশি নিজস্ব কাজগুলো সঠিকভাবে সম্পন্ন করতে হবে। তিনি গ্রাম আদালতের কার্যক্রম সচল রাখতে ইউনিয়ন পরিষদকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।

সভায় বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন রংপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী মো: মামুন অর রশীদ।

অনুষ্ঠানে রংপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যগণ, সরকারি কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, স্থানীয় ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনাসভার পূর্বে দিবসটি উপলক্ষে রংপুর জেলাপ্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
র‌্যাংকিংয়ে উন্নতি বাংলাদেশের নাহিদা-শারমিন-রিতুর
উইজডেনের বর্ষসেরা বুমরাহ ও মান্ধানা
স্থানীয়ভাবে গুজব ও অপতথ্য মোকাবিলায় জেলা তথ্য অফিসসমূহকে কাজ করতে হবে: তথ্য উপদেষ্টা 
পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন প্রধান উপদেষ্টা
১ মে ঢাকায় ‘বিশাল জনসভা’ করবে বিএনপি
গিলের ব্যাটিংয়ে শীর্ষ স্থান ধরে রেখেছে গুজরাট
গুলশানে ডিএনসিসির রাস্তা ও ফুটপাতের ২০০টি অবৈধ দোকান উচ্ছেদ
ছাত্র-শিক্ষকই হলো শিক্ষার মূল অনুষঙ্গ: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে ইন্টারপোলের ‘রেড নোটিশ’ জারি
ভবদহ এলাকার জলাবদ্ধতার স্থায়ী সমাধানে সম্ভাব্যতা যাচাই করছি: পরিবেশ উপদেষ্টা
১০