ঢাবিতে দিনব্যাপী আন্তর্জাতিক ভাষাবিজ্ঞান সম্মেলন 

বাসস
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৫৩

ঢাকা, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ভাষাবিজ্ঞান বিভাগের উদ্যোগে দিনব্যাপী আন্তর্জাতিক ভাষাবিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

আজ বুধবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ঢাবি’র উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সম্মেলনে প্রধান অতিথি ছিলেন। 

এবছর সম্মেলনের প্রতিপাদ্য হলো- ‘লেঙ্গুয়েজ, ফাংশন এন্ড ইন্টার-ডিসিপ্লিনিং ডিজিটাল হিউম্যানিটিস’। 

ভাষাবিজ্ঞান বিভাগের চেয়ারপার্সন ড. মনিরা বেগমের সভাপতিত্বে সম্মেলনে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা এবং কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বিশেষ অতিথির বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য দেন সম্মেলন আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. সৈয়দ শাহরিয়ার রহমান। মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) অধ্যাপক ড. টেড গিবসন এবং ফিনল্যান্ডের হেলসিঙ্কি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ম্যাটি মিয়েস্তামো মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

উপাচার্য ড. নিয়াজ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিশ্বের খ্যাতিমান বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে ভাষা ও সংস্কৃতি বিষয়ে যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বিশ্বের মানুষকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে ভাষার সর্বজনীন আবেদন রয়েছে। তিনি ভাষার সর্বজনীন চেতনাকে যথাযথভাবে কাজে লাগিয়ে মানুষের মধ্যে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় কাজ করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, কানাডা, চীন, রোমানিয়া, ফিনল্যান্ডসহ বিভিন্ন দেশের শিক্ষাবিদ ও গবেষকগণ সম্মেলনে অংশ নেন।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভোলায় প্রণোদনার চাল পেয়ে সন্তুষ্ট জেলেরা, নিষেধাজ্ঞা মেনে চলার অঙ্গীকার
প্রেস সচিবের নামে ভুয়া মন্তব্য প্রচার শনাক্ত: বাংলাফ্যাক্ট
ময়মনসিংহে ১৫ লাখ শিশুকে টাইফয়েডের টিকা দেওয়া হবে
স্পেন দল থেকে ছিটকে গেলেন রড্রি
মুন্সীগঞ্জে আইসক্রিম ফ্যাক্টরিকে জরিমানা
ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয় জয়ের লক্ষ্য বাংলাদেশ নারী দলের
চাঁপাইনবাবগঞ্জে টাইফয়েডের টিকাদান উপলক্ষে ওরিয়েন্টেশন কর্মশালা
ভোক্তা অধিদপ্তরের ক্ষমতা বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে : মহাপরিচালক
যশোরে স্ত্রী-কন্যা হত্যায় যুবকের মৃত্যুদণ্ড
টাঙ্গাইলে চায়না দুয়ারি ও কারেন্ট জাল ধ্বংস 
১০