৫ দফা দাবি আদায়ে নেত্রকোনায় মেডিক্যাল শিক্ষার্থীদের মিছিল

বাসস
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৪৫
৫ দফা দাবি আদায়ে নেত্রকোনায় মেডিক্যাল শিক্ষার্থীদের মিছিল। ছবি: বাসস

নেত্রকোনা, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, (বাসস): নেত্রকোনা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বুধবার দুপুরে তাদের ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে কলেজে কমপ্লিট শার্টডাউন পালন এবং ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করে।

কলেজ  ক্যাম্পাস থেকে বের করা মিছিলে শিক্ষার্থীরা ‘নার্স কেন ডিগ্রি পাবে-বিএমডিসি জবাব চাই’, ‘ছয় মাসে ডাক্তার-মামা বাড়ির আবদার’, ‘ডাক্তার মানে এমবিবিএস’, ‘নো-এমবিবিএস -নো ডাক্তার’ স্লোগানে দিয়ে জেলা সদরের রাজপথ প্রদক্ষিণ করে  জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। 

এখানে অনুষ্টিত সমাবেশে বক্তব্য রাখেন ৫ম বর্ষের শিক্ষার্থী জামিল ইমতিয়াজ, শিক্ষানবিশ চিকিৎসক এস এম কামরুল হাসান, ৫ম বর্ষের শিক্ষার্থী নিশাত হাসান ইমন, ৪র্থ বর্ষের শিক্ষার্থী উম্মে আজলিনা বিন্তে ইসলাম।

কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে সাধারণ শিক্ষার্থীরা জানান, ‘বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার দীর্ঘদিনের সমস্যা সমাধানে একটি মৌলিক পরিবর্তন আনা প্রয়োজন। আমাদের ৫ দফা দাবি স্বাস্থ্যখাতে একটি বিপ্লব ঘটাতে পারে। এই দাবিগুলো বাস্তবায়িত হলে একদিকে যেমন স্বাস্থ্যখাতের অব্যবস্থা ও অনিশ্চয়তা দূর হবে, তেমনি অন্যদিকে রোগী এবং সাধারণ মানুষ উপকৃত হবে।’

শিক্ষার্থীদের পাঁচ দফা দাবিগুলো হচ্ছে- এমবিবিএস, বিডিএস ব্যতীত কেউ ডাক্তার লিখতে পারবে না। বিএমডিসি’র উক্ত আইনের বিরুদ্ধে দায়ের করা রিট ৭২ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করতে হবে। বিএমডিসি রেজিস্ট্রেশন শুধুমাত্র এমবিবিএস/ বিডিএস ডিগ্রীধারীদের দিতে হবে। 

উন্নত বিশ্বের চিকিৎসা ব্যবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ ওটিসি ড্রাগ লিস্ট আপডেট করতে হবে। রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া ফার্মেসিগুলো কোন ওষুধ বিক্রি করতে পারবে না।

দ্রুত ১০ হাজার ডাক্তার নিয়োগ দিয়ে সকল শূন্য পদ পূরণ করতে হবে। আলাদা স্বাস্থ্য কমিশন গঠন করে পূর্বের মতো সপ্তম গ্রেডে নিয়োগ দিতে হবে। প্রতিবছর ৪ থেকে ৫ হাজার ডাক্তার নিয়োগ দিয়ে স্বাস্থ্যখাতের ভারসাম্য বজায় রাখতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কাতারে বাংলাদেশি মহিলা খেলোয়াড়রা ব্যস্ত দিন কাটিয়েছেন
টঙ্গীতে একাধিক হত্যা মামলার আসামি অধ্যক্ষ আলাউদ্দিন মিয়া গ্রেফতার 
কাতার বাংলাদেশের সঙ্গে এলএনজি সরবরাহ সমঝোতা স্মারক নবায়ন করবে
দেশের সব সেক্টরকে ধ্বংস করে গেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ : এ্যানি
ফিলিস্তিন ও রোহিঙ্গা সংকট উপেক্ষা করা উচিত হবে না বিশ্বের : প্রধান উপদেষ্টা
হাকিম-মিলন চত্বরে ছাত্রদল নেতাকর্মীদের পরিচ্ছন্নতা অভিযান
সারা দেশে পুলিশের অভিযানে ১ হাজার ৬ শ’ ১০ জন গ্রেফতার
কুমিল্লায় বিশ্ব অটিজম সচেতনতা দিবসে আলোচনা সভা ও হুইল চেয়ার বিতরণ
সাদা পোশাকে কাউকে গ্রেফতার না করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা 
গভীর সমুদ্রে মাছ ধরার ক্ষেত্রে বাংলাদেশের অপার সম্ভাবনা রয়েছে : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
১০