সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় মালামাল জব্দ 

বাসস
প্রকাশ: ০১ মার্চ ২০২৫, ১৪:৪৮
সুনামগঞ্জ জেলার সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। ছবি: বাসস

সুনামগঞ্জ, ১ মার্চ, ২০২৫ (বাসস) : জেলার সীমান্তে অভিযান চালিয়ে ১৭ লাখ ২৯ হাজার ৫৫৯ টাকার ভারতীয় পান, সুপারি, চিনি, গরু, কয়লা, বিড়ি, মোটরসাইকেল এবং সিএনজি আটক করেছে বিজিবি।

আজ শনিবার ভোর রাত থেকে সকাল পর্যন্ত লাউরগড়, চারাগাঁও, বনগাঁও, বাশতলা, চিনাকান্দি, বাগান বাড়ি, চানপুর ও চিনাউরা বিওপির জোয়ানরা অভিযান চালিয়ে এসব ভারতীয় অবৈধ মালামাল আটক করে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসব সীমান্ত থেকে  বিজিবির বিভিন্ন বিওপির জোয়ানরা পৃথক অভিযান চালিয়ে লাউরগড় থেকে  মোটরসাইকেল ১টি, ভারতীয় ৮৫ বিরা পান, ১ হাজার ৬০০ পিস সুপারি জব্দ করে। চাঁরাগাও বিওপির  জোয়ানরা ৪৫ কেজি চিনি জব্দ করে। বনগাঁও বিওপির জোয়ানরা ৯১০ কেজি চিনি জব্দ করেছে। বাঁশতলা বিওপির জোয়ানরা ৩টি ভারতীয় গরু আটক করে। চিনাকান্দি বিওপির জোয়নার ১৫০ কেজি চিনি জব্দ করেছে। টেকেরঘাট বিওপির জোয়ানরা ১৫০০ কেজি কয়লা , চিনাকান্দি বিওপির জোয়ানরা ৮৪০০ প্যাকেট বিড়ি এবং ১টি সিএনজি জব্দ করে। বাগানাবাড়ী বিওপির জোয়ানরা ১টি ভারতীয় গরু আটক করে। চাঁনপুর বিওপির জোয়ানরা  ৩০০ কেজি চিনি জব্দ করে এবং চিনাউড়া বিওপির জোয়ানরা ৬০ কেজি চিনি জব্দ করেছে। এসব পণ্যের আনুমানিক মূল্য ১৭ লাখ ২৯ হাজার ৫৫০ টাকা।

সুনামগঞ্জ-২৮ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল এ কে এম জাকারিয়া কাদির বিষয়টি নিশ্চিত করে বাসসকে জানান, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। 

আটককৃত এসব পণ্য জেলার শুল্ক কার্যালয় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পল্লী বিদ্যুৎ সমিতির অনুপস্থিত কর্মীদের ২৪ ঘণ্টার মধ্যে কর্মস্থলে যোগদানের নির্দেশ
তারেক রহমানের দেশে ফেরা হবে এক অবিস্মরণীয়, ঐতিহাসিক ঘটনা : সালাহউদ্দিন আহমেদ
বদরুদ্দীন উমরের মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার শোক
ডাকসু নির্বাচনে ভিপি-জিএস পদে প্রার্থীদের নিয়ে নির্বাচনী বিতর্ক
ঝটিকা মিছিলের বিষয়ে ‘মনিটরিং’ জোরদার করবে সরকার, নেবে কঠোর ব্যবস্থা : প্রেস সচিব
ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন, কোনো শক্তি ঠেকাতে পারবে না : প্রেস সচিব
বগুড়ায় জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
সিরাজগঞ্জ ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে সিরাজগঞ্জ পৌরসভা
ইতালি পাচারকালে টাওয়ালে লুকানো ৭ কেজি কিটামিন জব্দ করেছে ডিএনসি
বোলিংয়ের অনুমতি পেলেন সুব্রায়েন
১০