এনসিপির সমাবেশে বাস রিকুইজিশন সরকারের কোনো হস্তক্ষেপ নেই : প্রেস সচিব

বাসস
প্রকাশ: ০১ মার্চ ২০২৫, ১৯:৩৭ আপডেট: : ০১ মার্চ ২০২৫, ২১:২১
শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি : পিআইডি

ঢাকা, ১ মার্চ, ২০২৫ (বাসস) : ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিটি) সমাবেশে পিরোজপুরের জেলা প্রশাসকের সহায়তায় সরকারি বাস নিয়ে আসার বিষয়ে সরকারের কোনো ধরনের হস্তক্ষেপ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেদষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, এ নিয়ে মিডিয়ার যেসব খবর আসছে তা অতিরঞ্জিত।

আজ শনিবার ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন শফিকুল আলম।

তিনি বলেন, ছাত্রদের রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে লোক আনতে সরকারিভাবে বাস রিকুইজিশনের ঘটনাকে কেন্দ্র করে যেটি ঘটেছে তা অতিরঞ্জিত। পিরোজপুর থেকে বাসে সমাবেশে যোগ দেওয়ার ঘটনায় সরকারের কোন হস্তক্ষেপ নেই।

শফিকুল আলম বলেন, ‘পিরোজপুরের পাঁচটি বাস রিকুইজেশন করা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ আসছে যে পিরোজপুরের ডিসি অফিস এই কাজে সহায়তা করেছে। এর কিছু অভিযোগ আমাদের উদ্দেশ্যেও এসেছে যে হয়তো অন্তর্বর্তী সরকার এই বাসগুলো রিকুইজেশন করার ক্ষেত্রে সহযোগিতা করেছে। আমি এখানে দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, অন্তর্বর্তী সরকারের এখানে কোন ভুমিকা নেই’।

তিনি আরো বলেন, পিরোজপুরের ডিসি এ বিষয়ে জানিয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটি কয়েকটি বাস রিকুজেশনের জন্য ডিসিকে চিঠি দিয়েছে। সেখানে তারা জুলাই বিপ্লবে যারা আহত ও নিহত হয়েছেন এমন দুটি পরিবারকে আনতে সহযোগিতা চান। তারা অনুরোধ করেছিল ৫টি বাস দিয়ে হেল্প করতে। সেই প্রেক্ষাপটে হয়তো বাসের ব্যাপারে হেল্প করেছেন ডিসি। এ ব্যাপারে ডিসি অফিস থেকে কোন জ্বালানী তেল বা অন্যান্য কোন খরচ দেওয়া হয়নি বলে ডিসি জানিয়েছেন।

প্রেস সচিব বলেন, মন্ত্রীপরিষদ সচিবের সঙ্গে এ বিষয়ে আমার কথা হয়েছে। দেশে আরও এ ধরনের আরও কোন ঘটনা ঘটেছে কি-না সে ব্যাপারে তিনি খোঁজ খবর নিচ্ছেন। তবে মিডিয়ায় যেসব খবর আসছে তার বেশিরভাগই অতিরঞ্জিত।

তিনি বলেন, ‘এই বিষয়ে আমি মন্ত্রী পরিষদ সচিবের সঙ্গে কথা বলেছি,এই বিষয়ে অন্তর্বর্তী সরকারের কোন ভূমিকা নাই। অন্তর্বর্তী সরকার মনে করে সব রাজনৈতিক দলের জন্য এই সরকার লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করছে, যাতে সুন্দর একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে সব দল অংশ্রগ্রহণ করতে পারে। এটা হচ্ছে আমাদের মূল দায়িত্ব। সব রাজনৈতিক দলের কাছে আমরা সমান। সেই জায়গা থেকে যা বলা হচ্ছে, সেটা বেশিরভাগ ক্ষেত্রেই অতিরঞ্জিত বলে আমরা মনে করি’।

উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, পাবনায় গাছ কেটে ১০টি বাসে ডাকাতির খবরও অতিরঞ্জিত। তিনি বলেন, পাবনা পুলিশ সুপার জানিয়েছেন, মিডিয়ায় যেভাবে এসেছে ঘটনা সে রকম নয়। ডাকাতির ঘটনার ১০ মিনিটের মধ্যে পুলিশের টহল টিম উপস্থিত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অন্তর্বর্তী সরকারের কাছে ২১ লাখ টন খাদ্যশস্য মজুদ আছে
যৌতুকের টাকা না দেয়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
রাজধানীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার 
প্রফেসর ড. এম শমসের আলীর মৃত্যুতে বিআইআইটি’র স্মরণসভা ও দোয়া
জমিয়তের সঙ্গে বৈঠক : শিগগিরই নির্বাচনের স্পষ্ট ঘোষণার আশা বিএনপির
জাতি হিসেবে জুলাই গণঅভ্যুত্থানের ত্যাগ বৃথা যেতে দেয়া যাবে না : শিক্ষা উপদেষ্টা
দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করেছে সরকার 
প্রান্তিক জনগোষ্ঠীর সেবা নিশ্চিত করতে সমাজসেবা কর্মকর্তাদের প্রধান উপদেষ্টার নির্দেশ
পাকিস্তানের সঙ্গে সব অমীমাংসিত বিষয়ে আলোচনা হবে : তৌহিদ হোসেন
বিএনপি ক্ষমতায় গেলে অগ্রাধিকার ভিত্তিতে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা নেবে : তারেক রহমান
১০