সিরিয়ার আলেপ্পোতে বোমা হামলায় নিরাপত্তা বাহিনীর সদস্যসহ নিহত ২: রাষ্ট্রীয় টিভি

বাসস
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ১১:২০

ঢাকা, ৭ অক্টোবর, ২০২৫ (বাসস) : সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোতে সোমবার বোমা হামলায় দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর অন্তত একজন সদস্য এবং একজন বেসামরিক নাগরিক নিহত এবং আরও তিনজন আহত হয়েছে বলে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে। এই হামলার জন্য কুর্দি বাহিনীকে দায়ী করা হচ্ছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র। 

উত্তর ও উত্তর-পূর্ব সিরিয়ায় অবস্থিত আধা-স্বায়ত্তশাসিত কুর্দি প্রশাসন এবং দামাস্কাসের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।

যুক্তরাজ্য-ভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সিরিয়ার সরকারি বাহিনী আলেপ্পোর কুর্দি সংখ্যাগরিষ্ঠ দুইটি এলাকায় বিস্ফোরক ড্রোন ব্যবহার করেছে। ওই এলাকা দুটি হচ্ছে শেখ মাকসুদ ও আশরাফিহ।  

সংস্থাটি আরও জানায়, বিস্ফোরক ড্রোন ব্যবহার করায় ওই সব এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সেখানে অতিরিক্ত সেনা সদস্য মোতায়েন করা হয়েছে এবং এলাকাটি সেনাবাহিনী ঘিরে রেখেছে।

গত বছর ডিসেম্বরে দেশটির সাবেক নেতা বাশার আল-আসাদের পতনের পর থেকে আলেপ্পো নতুন ইসলামপন্থী কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে রয়েছে।

তবে শেখ মাকসুদ ও আশরাফিহ এলাকাগুলো এখনো কুর্দিরা নিয়ন্ত্রন করছে। সেখানে কুর্দি-নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ)-এর অধীনস্থ ইউনিটগুলো কর্তৃত্ব করছে। 

সিরিয়ান নিউজ চ্যানেল এক নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, ‘শেখ মাকসুদ এলাকার কাছে এসডিএফ-এর হামলায় অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর একজন সদস্য নিহত ও আরও তিনজন আহত হয়েছে।’

সিরিয়ান নিউজ চ্যানেল আরও জানিয়েছে, কুর্দি গোলাবর্ষণে এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, এসডিএফ-এর ভারী মেশিনগান ও মর্টার হামলার কারণে ‘ডজনখানেক পরিবার’ শেখ মাকসুদ ও আশরাফিয়ে এলাকা থেকে পালিয়ে গেছে।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানায়, আহত বেশ কয়েকজনকে বেসামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আলেপ্পোর গভর্নর আজ্জাম আল-গারিব ফেসবুকে শহরের বাসিন্দাদের ঘরে থাকার এবং ‘সংঘর্ষের অঞ্চল’ থেকে যতটা সম্ভব দূরে থাকার আহ্বান জানিয়েছেন। তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে উত্তেজনা প্রশমনের আহ্বান জানান।

এসডিএফ সরকারপন্থী বাহিনীকে নিরাপত্তা বাহিনীর ওপর হামলার অভিযোগ অস্বীকার করেছে এবং দাবি করেছে, দামাস্কাসপন্থী গোষ্ঠীগুলো আলেপ্পোর কুর্দি এলাকা ঘিরে ফেলেছে এবং ‘ট্যাংক ব্যবহার করে অগ্রসর হওয়ার চেষ্টা করছে।’

তারা জানায়, এলাকাবাসীরা কুর্দিদের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী আসায়িশকে সহযোগিতা করতে অস্ত্র তুলে নিয়েছে, যাতে এলাকাগুলো রক্ষা করা যায়।

সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, সোমবার উত্তরাঞ্চলীয় আলেপ্পো শহরে কুর্দি বাহিনীর বোমা হামলায় সিরিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর অন্তত একজন সদস্য এবং একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মেহেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
ক্ষমতায় গেলে দেশের পররাষ্ট্রনীতি হবে ‘সবার আগে বাংলাদেশ’ : তারেক রহমান
ক্যালিফোর্নিয়ার মহাসড়কে মেডিকেল হেলিকপ্টার বিধ্বস্ত
মাউশি’র মহাপরিচালক নিয়োগ দিতে শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি
চ্যাটজিপিটিতে অ্যাপ ইন্টিগ্রেশন ফিচার চালু
ট্রাইব্যুনালে অভিযুক্ত হলে এমপি হওয়া যাবে না, প্রজ্ঞাপন জারি
ইউক্রেনের ১৮৪টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার
ঝালকাঠিতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে শিক্ষক নিহত
ইন্দোনেশিয়ার মাদ্রাসা ভবন ধসে উদ্ধার অভিযান সমাপ্ত 
বর্ণাঢ্য আয়োজনে নোয়াখালীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন
১০