সাতক্ষীরায় টিসিবির পণ্য বিক্রি চলছে

বাসস
প্রকাশ: ০৬ মার্চ ২০২৫, ১৭:৪৫
সাতক্ষীরায় টিসিবির পণ্য বিক্রি চলছে। ছবি: বাসস

সাতক্ষীরা, ৬ মার্চ, ২০২৫ (বাসস): পবিত্র মাহে রমজান উপলক্ষে সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের জন্য স্বল্প মূল্যে টিসিবির ভ্রাম্যমাণ বিক্রয় পয়েন্টে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

বৃহস্পতিবার সকাল থেকে প্রায় পাঁচ ঘন্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকার পর অনেকেই স্বল্প মূল্যে নিত্য পণ্য ক্রয়ের সুযোগ পাচ্ছে। সাতক্ষীরা শহরের পুরাতন কোট মসজিদের সামনে টিসিবির ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রে এ চিত্র লক্ষ্য করা গেছে। এর আগে গতকাল বুধবার থেকে বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ও জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় সাতক্ষীরায় শুরু হয়েছে ৫টি পয়েন্টে সাশ্রয় মূল্যে টিসিবির পণ্য বিক্রি।

সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক ও স্টেডিয়াম গেটের সামনে কয়েকশো নারী পুরুষকে টিসিবির পণ্য ক্রয়ের জন্য অপেক্ষা করতে দেখা গেছে। দুপুরের দিকে শহরের পুরাতন কোট মসজিদের সামনে টিসিবির পণ্যবাহী ট্রাকের পিছনে মানুষের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে । কিন্তু প্রতিটি বিক্রয় কেন্দ্র থেকে প্রতি প্যাকেট ৪৫০ টাকা দরে ৪০০ প্যাকেট বিক্রির সুযোগ রয়েছে। কিন্তু ওই কেন্দ্রে প্রায় হাজার খানেক মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। পবিত্র মাহে রমজানে নিম্নায়ের মানুষের জন্য সাতক্ষীরা শহরের পাঁচটি পয়েন্ট থেকে ৪৫০ টাকা দরে প্রতিদিন দুই হাজার প্যাকেট নিত্য পণ্য বিক্রির বিধান রাখা হয়েছে। প্রতিটি প্যাকেটে রয়েছে দুই লিটার সয়াবিন তেল, ২ কেজি ডাল, ১ কেজি ছোলা ও এক কেজি চিনির মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৫০ টাকা। উক্ত পণ্যের বাজার মূল্য ৮০০ টাকার অধিক বলে জানা গেছে।

এ ব্যাপারে সাতক্ষীরা জেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিস্ট্রেট (এনডিসি) প্রণয় বিশ্বাস জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে খেটে খাওয়া শ্রমজীবী মানুষের জন্য রমজান উপলক্ষে জেলা প্রশাসনের তত্ত্বাবধায়নে সাশ্রয় মূল্যে প্রতিদিন শহরের ভিন্ন ভিন্ন পাঁচটি পয়েন্টে দুই হাজার প্যাকেট টিসিবির পণ্য বিক্রি শুরু করা হয়েছে। যা চলবে আগামী ২৪ মার্চ পর্যন্ত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গাজায় ‘গণহত্যার’ নিন্দা জানালেন ভ্যাটিকানের শীর্ষ কূটনীতিক
নেপালের ভিডিও বাংলাদেশের বলে প্রচার: বাংলাফ্যাক্ট
কৃষিজমি আমাদের জীবিকা, সংস্কৃতি ও অর্থনীতির প্রাণ: ভূমি উপদেষ্টা
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত 
চট্টগ্রামে অবৈধভাবে গড়ে ওঠা ৪৫টি অস্থায়ী দোকান উচ্ছেদ করেছে চসিক
কমিউনিটি ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হলেন ঢাবি অধ্যাপক মোর্শেদ
জয় দিয়ে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর লক্ষ্য বাংলাদেশের
প্রিমিয়ার লিগের আগ্রহকে উপেক্ষা করে বায়ার্নেই থাকার কথা জানালেন কেন
ইসরাইলে হামাসের হামলার বার্ষিকীতে বিক্ষোভ না করার আহ্বান স্টারমারের
বরিশালে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন
১০