ভোলায় নৌবাহিনীর যৌথ অভিযানে ১ মাদক কারবারি আটক

বাসস
প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ১৯:৩৪
ছবি : আইএসপিআর

ভোলা, ৮ মার্চ, ২০২৫ (বাসস) : জেলার বোরহানউদ্দিন উপজেলার চরফ্যাশন হাইওয়ের বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে চিহ্নিত মাদক কারবারি মো. শাহিনকে আটক করেছে নৌবাহিনী।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইন-শৃঙ্খলা পরিপন্থি ও অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে নৌবাহিনী এই অভিযান চালায়।

অভিযানকালে তল্লাশি চালিয়ে বাসস্ট্যান্ড সংলগ্ন একটি দোকানের পিছন থেকে সাত কেজি গাঁজা ও দুইটি বাটন মোবাইলসহ মাদক কারবারি শাহিনকে আটক করা হয়। এ অভিযানে বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে বাংলাদেশ পুলিশ অংশগ্রহণ করে।

চিহ্নিত মাদক কারবারি মো. শাহিনের নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে ভোলার বিভিন্ন এলাকায় মাদক কারবারি পরিচালনা করে আসছে। পরবর্তীতে জব্দকৃত মাদক ও মোবাইলসহ আটককৃত মাদক কারবারিকে বোরহানউদ্দিন থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে নৌবাহিনীর নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাবি তথ্য কেন্দ্রের সেবার মান বৃদ্ধির লক্ষ্যে বিশেষ পদক্ষেপ
জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
উজবেকিস্তানের আইটি পার্ক সিইও এর সাথে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক
ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রধান সম্পাদক শামসুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
মধ্যপ্রাচ্যে ‘আপ বাংলাদেশ’-এর ৩৮ সদস্যের কমিটি ঘোষণা
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,৩৩৭ মামলা
ডিএমপির বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে ৫৯ জন গ্রেফতার
সেনাবাহিনী প্রধানের নিজস্ব কোনো ফেসবুক প্রোফাইল নেই : আইএসপিআর
পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র ব্যবহারের মহড়া করবে রাশিয়া-বেলারুশ
প্রধান উপদেষ্টা দেশে ফিরেছেন
১০