ভোলায় নৌবাহিনীর যৌথ অভিযানে ১ মাদক কারবারি আটক

বাসস
প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ১৯:৩৪
ছবি : আইএসপিআর

ভোলা, ৮ মার্চ, ২০২৫ (বাসস) : জেলার বোরহানউদ্দিন উপজেলার চরফ্যাশন হাইওয়ের বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে চিহ্নিত মাদক কারবারি মো. শাহিনকে আটক করেছে নৌবাহিনী।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইন-শৃঙ্খলা পরিপন্থি ও অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে নৌবাহিনী এই অভিযান চালায়।

অভিযানকালে তল্লাশি চালিয়ে বাসস্ট্যান্ড সংলগ্ন একটি দোকানের পিছন থেকে সাত কেজি গাঁজা ও দুইটি বাটন মোবাইলসহ মাদক কারবারি শাহিনকে আটক করা হয়। এ অভিযানে বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে বাংলাদেশ পুলিশ অংশগ্রহণ করে।

চিহ্নিত মাদক কারবারি মো. শাহিনের নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে ভোলার বিভিন্ন এলাকায় মাদক কারবারি পরিচালনা করে আসছে। পরবর্তীতে জব্দকৃত মাদক ও মোবাইলসহ আটককৃত মাদক কারবারিকে বোরহানউদ্দিন থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে নৌবাহিনীর নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নুরের ওপর হামলার ঘটনা তদন্তে কমিশন গঠন করে প্রজ্ঞাপন
নাটোরে ডায়রিয়া আক্রান্ত এলাকায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
জামায়াতের আমিরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ডিএসই-তে চার দিনের বিনিয়োগ প্রশিক্ষণ কর্মশালা
যৌথ বাহিনীর অভিযানে গত এক সপ্তাহে সারাদেশে ১৩১ জন আটক
তিন জেলায় দুদকের অভিযান : স্বাস্থ্যসেবা ও বিভিন্ন প্রকল্পে অনিয়ম উদ্ঘাটন
চিতলমারীতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
সবাই যেন নিজেদের জীবনে মহানবী (স.)-এর শিক্ষা, আদর্শ ও ত্যাগের মহিমার প্রতিফলন ঘটাতে পারি : তারেক রহমান
তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন জরুরি : শারমীন এস মুরশিদ
ডাকসু নির্বাচন ঘিরে ঢাবি এলাকায় জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা
১০