তিন জেলায় দুদকের অভিযান : স্বাস্থ্যসেবা ও বিভিন্ন প্রকল্পে অনিয়ম উদ্ঘাটন

বাসস
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ২৩:২০

ঢাকা, ৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর এনফোর্সমেন্ট ইউনিট আজ তিনটি গুরুতর অভিযোগের বিষয়ে অভিযান পরিচালনা করেছে।

টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা প্রদানে হয়রানি, মেয়াদোত্তীর্ণ ইনজেকশন ব্যবহার ও সরকারি ঔষধের অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করা হয়। টিম ছদ্মবেশে হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করে অভিযোগের সত্যতা পায় এবং মেয়াদোত্তীর্ণ ইনজেকশন (লিডোকেইন) উদ্ধার করে।

এছাড়া সরকারি কোয়ার্টার অনধিকৃতভাবে ডরমিটরি হিসেবে ব্যবহারের বিষয়টি এবং হাসপাতালের বর্তমান আরএমও কর্তৃক ২৮ জুলাই ১ লাখ ৯৪ হাজার ৭৪০ টাকার বিল পাশের দালিলিক সত্যতাও নিশ্চিত হয়। সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে এবং পরবর্তী পদক্ষেপের জন্য কমিশনকে প্রতিবেদন দাখিল করা হবে।

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে সরকারি কোষাগারের অর্থ আত্মসাৎ ও দলিল লেখকদের অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করা হয়। টিম ছদ্মবেশে বিভিন্ন সেবা গ্রহণ করে এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে সেবা সংক্রান্ত অনিয়মের তথ্য সংগ্রহ করে।

অভিযোগে দেখা যায়, দলিল লেখকরা সরকার নির্ধারিত ফি ছাড়াও অতিরিক্ত অর্থ গ্রহণ করে আসছেন। এই বিষয়ে সাব-রেজিস্টার ও দলিল লেখকদের দুদক টিম সতর্ক করে এবং প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে।

মেহেরপুর জেলার গাংনী উপজেলায় টিআর, কাবিখা ও কাবিটা কর্মসূচির আওতায় প্রকল্প বাস্তবায়ন না করে বরাদ্দকৃত অর্থ উত্তোলনসহ অনিয়মের অভিযোগে একটি অভিযান পরিচালিত হয়। 

টিম ভাটপাড়া ডিসি ইকো পার্কের প্রকল্প পরিদর্শন করে এবং এলাকাবাসীর সঙ্গে কথা বলে অভিযোগের সত্যতা যাচাই করে। প্রকল্প কর্মকর্তা কার্যালয় থেকে সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে।

পর্যালোচনা শেষে কমিশনকে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নুরের ওপর হামলার ঘটনা তদন্তে কমিশন গঠন করে প্রজ্ঞাপন
নাটোরে ডায়রিয়া আক্রান্ত এলাকায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
জামায়াতের আমিরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ডিএসই-তে চার দিনের বিনিয়োগ প্রশিক্ষণ কর্মশালা
যৌথ বাহিনীর অভিযানে গত এক সপ্তাহে সারাদেশে ১৩১ জন আটক
তিন জেলায় দুদকের অভিযান : স্বাস্থ্যসেবা ও বিভিন্ন প্রকল্পে অনিয়ম উদ্ঘাটন
চিতলমারীতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
সবাই যেন নিজেদের জীবনে মহানবী (স.)-এর শিক্ষা, আদর্শ ও ত্যাগের মহিমার প্রতিফলন ঘটাতে পারি : তারেক রহমান
তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন জরুরি : শারমীন এস মুরশিদ
ডাকসু নির্বাচন ঘিরে ঢাবি এলাকায় জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা
১০