শেরপুরে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 

বাসস
প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ১৯:৩৯
ছবি : বাসস

শেরপুর, ৮ মার্চ ২০২৫ (বাসস): জেলায় বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট সাড়ে ১১ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।

আজ শনিবার দুপুর ২টায় শেরপুর শহরের রঘুনাথ বাজার ও মুন্সীবাজার এলাকায় ফল, হোটেল ও রেস্তোরা এবং বেকারি দোকানগুলোতে এই অভিযান পরিচালনা করে জেলা প্রশাসনের বাজার মনিটরিং টিম।

মনিটরিং টিমের অভিযানের নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাকিল আহমেদ এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব সরকার। 

অভিযানকালে শহরের মুন্সীবাজার এলাকার জি-৭ রেস্তোরা ও চাইনিজ রেস্টুরেন্টের রান্নাঘরের ফ্রিজে কাঁচা মাংসের সাথে রান্নাকরা মাংস মজুদ করার দায়ে পাঁচহাজার টাকা, উৎপাদিত পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদের তারিখ এবং বিক্রয়মূল্য লেখা না থাকায় মুন্সীবাজার এলাকার মোহাম্মদীয়া বেকারির মো. মোয়াজকে দুইহাজার টাকা, রঘুনাথ বাজার এলাকার চাঁন মিয়ার হোটেলে বাসি খাবার সংরক্ষণ ও ঢেকে না রাখার অভিযোগে পাঁচশ’ টাকা এবং মূল্য তালিকা টানানো না থাকার কারণে সত্যবতী সিনেমা হল সংলগ্ন ফল ব্যবসায়ী ফরিদ মিয়াকে তিনহাজার টাকা এবং সুজন মিয়াকে একহাজার টাকা জরিমানা করা হয়। 

অভিযানকালে বাজার মনিটরিং টিমের সদস্য ও ক্যাব শেরপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক হাকিম বাবুল-সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাজার মনিটরিংকালে টিমের সদস্যরা বাজারের খুচরা ও পাইকারি বিক্রেতাদের সাথে কথা বলেন এবং বিভিন্ন দোকানে পণ্যের দাম, মান, মূল্য তালিকা প্রদর্শন সরবরাহ ইত্যাদি বিষয়ে খোঁজখবর নেন। 

এ সময় পণ্যের বাজার দর, ব্যবসার লাইসেন্স, বিক্রয়ের মূল্য তালিকা, ক্রয় রশিদ ও পরিস্কার পরিচ্ছন্নতা পর্যবেক্ষণ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকা-চট্টগ্রাম পেট্রোলিয়াম পাইপলাইন উদ্বোধন আগামীকাল
খালেদা জিয়ার জন্মদিনে ফেনীতে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল
সুনামগঞ্জের দোয়ারাবাজারে খেলা নিয়ে সংঘর্ষ, নিহত ২
খুলনায় খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন জনগণ মেনে নেবে না : গোলাম পরওয়ার
খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে শেরপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
রাজশাহীতে খালেদা জিয়ার জন্মদিনে যুবদল ও ছাত্রদলের দোয়া মহফিল
মাহেরিন চৌধুরীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
আড়াই মাসে গাজায় ১৭৬০ জন নিহত : জাতিসংঘ
আহত হাতিকে চিকিৎসা দিতে গিয়ে বনকর্মী ও চিকিৎসকসহ আহত ১৫
১০