শেরপুরে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 

বাসস
প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ১৯:৩৯
ছবি : বাসস

শেরপুর, ৮ মার্চ ২০২৫ (বাসস): জেলায় বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট সাড়ে ১১ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।

আজ শনিবার দুপুর ২টায় শেরপুর শহরের রঘুনাথ বাজার ও মুন্সীবাজার এলাকায় ফল, হোটেল ও রেস্তোরা এবং বেকারি দোকানগুলোতে এই অভিযান পরিচালনা করে জেলা প্রশাসনের বাজার মনিটরিং টিম।

মনিটরিং টিমের অভিযানের নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাকিল আহমেদ এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব সরকার। 

অভিযানকালে শহরের মুন্সীবাজার এলাকার জি-৭ রেস্তোরা ও চাইনিজ রেস্টুরেন্টের রান্নাঘরের ফ্রিজে কাঁচা মাংসের সাথে রান্নাকরা মাংস মজুদ করার দায়ে পাঁচহাজার টাকা, উৎপাদিত পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদের তারিখ এবং বিক্রয়মূল্য লেখা না থাকায় মুন্সীবাজার এলাকার মোহাম্মদীয়া বেকারির মো. মোয়াজকে দুইহাজার টাকা, রঘুনাথ বাজার এলাকার চাঁন মিয়ার হোটেলে বাসি খাবার সংরক্ষণ ও ঢেকে না রাখার অভিযোগে পাঁচশ’ টাকা এবং মূল্য তালিকা টানানো না থাকার কারণে সত্যবতী সিনেমা হল সংলগ্ন ফল ব্যবসায়ী ফরিদ মিয়াকে তিনহাজার টাকা এবং সুজন মিয়াকে একহাজার টাকা জরিমানা করা হয়। 

অভিযানকালে বাজার মনিটরিং টিমের সদস্য ও ক্যাব শেরপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক হাকিম বাবুল-সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাজার মনিটরিংকালে টিমের সদস্যরা বাজারের খুচরা ও পাইকারি বিক্রেতাদের সাথে কথা বলেন এবং বিভিন্ন দোকানে পণ্যের দাম, মান, মূল্য তালিকা প্রদর্শন সরবরাহ ইত্যাদি বিষয়ে খোঁজখবর নেন। 

এ সময় পণ্যের বাজার দর, ব্যবসার লাইসেন্স, বিক্রয়ের মূল্য তালিকা, ক্রয় রশিদ ও পরিস্কার পরিচ্ছন্নতা পর্যবেক্ষণ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইউক্রেনের রাজধানীতে ‘ব্যাপক’ হামলা চালিয়েছে রাশিয়া: কিয়েভের মেয়র
ইন্দোনেশিয়ায় ভূমিধসে ২ জনের মৃত্যু, নিখোঁজ ২১ 
দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা
মোল্লাহাটে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ
বোয়ালখালীতে পণ্যের মেয়াদে বিভ্রান্তিকর তথ্য, জরিমানা
লাতিন আমেরিকার সঙ্গে নতুন বাণিজ্য চুক্তির ঘোষণা হোয়াইট হাউসের
তাইওয়ান সম্পর্কে জাপানের প্রধানমন্ত্রীর মন্তব্যের জন্য রাষ্ট্রদূতকে চীনের তলব
বাসে অগ্নিসংযোগকালে ধাওয়া খেয়ে তুরাগ নদীতে ডুবে ১ জনের মৃত্যু
কুড়িগ্রামে নাশকতা বিরোধী অভিযানে গ্রেপ্তার ১২
কিয়েভের ওপর রাশিয়ার হামলায় হতাহত ১৬  
১০