শাবিপ্রবিতে দুই হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে গণ-ইফতার অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ০০:২৩

শাবিপ্রবি (সিলেট), ১৩ মার্চ, ২০২৫ (বাসস) : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে গণ ইফতারের আয়োজন করা হয়েছে। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সদস্যসহ প্রায় দুই হাজার শিক্ষার্থী অংশ নেন।

আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে এই গণ ইফতারের আয়োজন করা হয়। এদিন বিকেল থেকেই বিভিন্ন আবাসিক হল ও মেসের শিক্ষার্থীরা গণ-ইফতারে অংশ নিতে গোলচত্বরে একত্রিত হতে থাকেন।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী, বিশেষ অতিথি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো ইসমাইল হোসেন প্রক্টর অধ্যাপক ড মোখলেসুর রহমান প্রমুখ।

ইফতার মাহফিলের শুরুতে ইসলামী সংগীত পরিবেশন করা হয়। পরে শহীদ পরিবারের সদস্যরা জুলাই আন্দোলনের শহীদ সদস্যের স্মৃতিচারণা করেন।

বৈষম্য বিরোধী আন্দোলনের শাবিপ্রবির সংগঠক রবিউল হোসেন মামুন বলেন, আজকের এই আয়োজন করার উদ্দেশ্য আমাদের দেশের সুস্থ ধারার সংস্কৃতির পুনর্জাগরণ ঘটানো। আওয়ামী সরকার দেশের সুস্থ ধারার সংস্কৃতি ধ্বংস করে দিয়েছিল। তাদের সময়ে কোন একটা বিশ্ববিদ্যালয়ে গণ-ইফতার আয়োজন করা ছিল দুঃস্বপ্নের মতো। আওয়ামী সরকারের আমলে আমাদের বিশ্ববিদ্যালয়ের ভিসি ফরিদ উদ্দিন ইফতার আয়োজনে নিষেধাজ্ঞা জারি করেছিল।

উল্লেখ্য, গত বছর শাবিপ্রবি ক্যাম্পাসের অভ্যন্তরে ইফতার মহফিল আয়োজন না করার অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে তৎকালীন প্রশাসন। যার প্রতিবাদে শিক্ষার্থীরা গণ-ইফতার কর্মসূচি পালন করেন। পরবর্তীতে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হলে ফের বিজ্ঞপ্তিতে ইফতার মাহফিলের আয়োজনে সকল বাধা প্রত্যাহার করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম
গুণগতমান ঠিক রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প সম্পন্নের নির্দেশ সেতু সচিবের
নিম্নমানের কাগজে পাঠ্যপুস্তক মুদ্রণ করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের অভিযান
শ্রমিক জাগরণের লক্ষ্যে ঢাকায় মহাসমাবেশ সফল করতে শিমুল বিশ্বাসের আহবান
ডিএমপিতে সেপ্টেম্বর মাসে সংক্ষিপ্ত বিচারে ২৫৭টি মামলা নিষ্পত্তি
দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও তুরস্ক আলোচনা
শিক্ষার্থী হত্যা : সাবেক ধামরাই উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেছসহ পাঁচজন রিমান্ডে
লড়াই করে হারল বাংলাদেশ
ইউনেস্কোর সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়ে শিক্ষা উপদেষ্টার অভিনন্দন 
গ্রিস উপকূলে নৌকাডুবিতে ৪ অভিবাসী নিহত
১০